আমি বাংলাদেশের দালাল| মৌসুমী, তুমি আমার মৌসুমী স্বপ্নীল তুমি - বর্ণিল তুমি, রঙ্গীন তুমি - ফুলেল তুমি, স্বপ্ন তুমি - সাধনা তুমি, তুমি আমার তুমি, মৌসুমী। প্রেমময়ী তুমি, স্নেহময়ী তুমি, উদার তুমি, রহস্যময়ী তুমি, সুখ তুমি, ছন্দ তুমি -- বীণা তুমি - ঝংকার তুমি; নুপুর তুমি -- নিক্কণ তুমি, গোধুলী তুমি -- জোনকী তুমি। পদ্ম তুমি - সৌরভ তুমি এ হৃদয়ের গৌরব তুমি তুমি আমার তুমি, মৌসুমী। জীবনের নায়িকা তুমি, ভালোবাসার গায়িকা তুমি, শীতল পরশ তুমি, উষ্ণ ভালোবাসা তুমি, গভীর আদর তুমি, প্রেমের চাদর তুমি, দখিনের জানলা তুমি, ভোরের শিশির তুমি চাঁদের হাসি তুমি, পতাকার সবুজ তুমি, তোমায় ভালোবাসি আমি ও মেয়ে মৌসুমী। --- কোন এক মৌসুমীকে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।