এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
কলকাতা নাইট রাইডার্সে প্লেয়ারদের সঙ্গে এক বেঞ্চে বসতে পারবেন না কিং খান, আইসিসি’র এ্যান্টি করাপশন কোডের বরাত দিয়ে গেলবার যখন রায় দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি, তখন তা টিভি চ্যানেলের জন্য ব্রেকিং নিউজই বটে। বলিউড কাঁপানো তারকারা দল কিনে আইপিএলের ব্যবসা দারুণ জমিয়ে দিয়েছে। এবারের দারুণ গরমে আইপিএলের দ্বিতীয় আসরে বাড়তি উত্তাপ ছড়িছে শাহরুখ আর কলকাতা। লড়বো, জিতবো কলকাতার লাগাতার হারে মিডিয়ার ক্যামেরা যখন ঘুরে গেছে স্টেডিয়ামের ধূমপানমুক্ত লবিতে, তখন আনমনে সিগারেট ফুঁকছেন শাহরুখ। এ নিয়ে স¤প্রচারকারীদের কাছে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল অর্গানাইজেশন ফর টোবাকো ইরাডিকশন।
দলের দুই খেলোয়ারকে সাউথ আফ্রিকা থেকে বাড়ি পাঠানো, অস্ট্রেলিয়ান কোচ জন বুকাননের মাল্টি ক্যাপ্টেন থিওরি থেকে শুরু করে মাশরাফিকে না খেলানো, সব মিলিয়ে বাংলাদেশীদের থেকে দূরে চলে গেছে কলকাতা। আর কিং খান? আনমনে সিগারেট ফুঁকছেন।
(চলবে...)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।