উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
সান্ধ্যকালীন সমস্ত রমণীয় ভোজ উৎসবের আলোয়
কার্তুজের গন্ধ চিনে নেয় সমব্যথীমুখ,
হৃদ্য কম্পনে তাঁর হাতের হলুদ পৃষ্ঠা বৃষ্টিতে ভিজে যায়।
ভোরস্নিগ্ধ পাখিদের মুগ্ধতায়
চিনে নিতে চাই মহৎ করুণা,
মোহাবিষ্ট মৈথুনে, রক্তস্নানে ফুটে ওঠো দিঘল প্রহর।
পারদের মেঘে যেসব সিংহ-সিংহিনী ওড়ে,
রাখিবন্ধনের ছায়া ভেঙে জেগে ওঠে দ্বিখণ্ডিত মুখোশ
নৈতিক সুড়ঙ্গের ভিতর
কাছের দীর্ঘশ্বাস দূরে ঠেলে দেয়।
হর্ষধ্বনির সর্পিলতায়
বিস্মিত হরিণেরা ছুটন্ত পদচ্ছাপ ভুলে গেছে,
উজ্জ্বল খরগোশেরা উৎসব শেষে বিমান বালাদের
বাড়ি ফেরা দেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।