আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির এক অদ্ভুত কর্মের সাথে পরিচিত হওয়া, সাথে থ্রি ষ্টারের সান্ধ্যকালীন স্ন্যাক্স ফ্রি


গ্রান্ড পিজম্যাটিক গেইজার, ইউ এস এ কারওয়ানবাজারে ফুটপাথ দিয়ে হাটছিলাম সেদিন সন্ধ্যায়। এসময় দেখা বুড়ো আমেরিকান দম্পতির সাথে। যাকে বলে সিনিয়র সিটিজেন, বয়স কম করে হলেও আশি। দুজন পাশাপাশি হাটছে। আমাকে দেখে জানতে চাইলো- জাদুঘর কখন খোলা, কিভাবে যেত হবে।

আমি বিস্তারিত বললাম। এভাবে আরো টুকটাক আলাপ করতে করতে ওরা পাশেই ওদের হোটেলে যাবার আমন্ত্রন জানালো, এদেশ সম্পর্কে দুচার কথা শুনতে চায়। সত্যি কথা বলতে কি থ্রি ষ্টার হোটেলটির সান্ধকালীন স্ন্যাকস এর কথা ভেবে আমি আগ্রহ নিয়েই গেলাম। অনেক কথা হলো। এদেশ নিয়ে, ওদেশ নিয়ে।

আমি যতদুর পারি বললাম আমাদর সুন্দর দেশটা সম্পর্কে। এরাও আমার সাথে একমত পোষন করলো। এক পর্যায়ে বললো- অর্ফিয়াস, ঈশ্বর আমেরিকাকে এমন কিছু জিনিষ উপহার দিয়েছে যার কোন তুলনা হয়না। এমন অদ্ভুত সব প্রাকৃতিক জিনিষ আছে যা দেখে শুধুই অবাক হবে। এমন একটি জিনিষ হলো "গেইজার" বা প্রাকৃতিক জল উতক্ষেপক।

ওল্ড ফেইথপুল গেইজার, ইউ এস এ কিছু ভুপ্রকৃতিগত কারনে পৃথিবীর কিছু কিছু জায়গা থেকে ভুপৃষ্ঠের নীচ থেকে গরম পানি লাফিয়ে অনেক ওপরে উঠে যায়। এবং এটা ঘটে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে। পৃথিবীতে এমন প্রায় ১ হাজার গেইজার রয়েছে যার অর্ধেকই আমেরিকার Yellowstone National Park এ অবস্থিত। আমাকে বললো যদি কোনদিন সুযোগ হয় যেও ওগুলো দেখতে। ব্যাপারটা আমাকে বেশ ভাবালো।

পরে আন্টারনেট সার্চ দিয়ে বেশ কিছু ছবি পেলাম। কয়েকটি শেয়ার করছি আপনাদের সাথে। এন্ড্রেঞ্চ (ঠান্ডা পানির গেইজার) ষ্ট্রকুর গেইজার, আইসল্যান্ড ষ্টীমবোট গেইজার, ইউ এস এ ও হ্যা, সেদিন কি স্ন্যাক্স খাইয়েছিলো শুনবেন না? সেগুলো হলো : - ফ্রুট জুস, ফিশ ফিংগার, ফ্রেঞ্চ ফ্রাই এবং কফি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।