আমাদের কথা খুঁজে নিন

   

একটি রম্যগল্প: 'সান্ধ্যকালীন বৃষ্টি ও একটি অব্যক্ত কবিতা-১ম অংশ'

দ্যা ব্লগার অলসো.....

মুখবন্ধ: ইহা একটি আধুনিক রুপকথা। বাস্তবের সাথে এর মিল না খুঁজিয়া, গল্পটি পড়িয়া হাসিবার চেষ্টা করুন। কারন, হাস্য মানব জীবনের উত্তম সম্পদ। এক. সন্ধ্যা নেমে আসছে, সেই সাথে জাঁকিয়ে আসছে বৃষ্টি। ‘আড্ডা’য় এখন তেমন লোকজন নেই।

‘আড্ডা’Ñ না, কোন রেষ্টুরেন্ট কিংবা কোন কফি হাউসের নাম নয়। একটি পানশালা, যেখানে শহরের মধ্যবিত্ত লোকেরা ব্যস্ততার ফাঁকে দু-চার গ্লাস পান করতে আসে এবং কোন ঝামেলা না করে টাকা দিয়ে চলে যায়। সরকার এ কারণেই ‘আড্ডার’ লাইসেন্স বাতিল করেনি। শহরের অনেকগুলো বার বন্ধ করে দেওয়া হয়েছে শুধু মারামারির কারণেই। শহরের একেবারে শেষ প্রান্তে এই পানশালা।

দেখলে মনে হবে যেন ওয়ের্স্টান উপন্যাসের কোন বার । সামনে ছাদের ঝুল নামিয়ে বারান্দার মতো করা হয়েছে। সেখানে বসানো হয়েছে চেয়ার। তবে এ মুহূর্তে এখানে কেউ নেই। কারণ বৃষ্টির বেগ বেড়েছে।

ভিজে যাচ্ছে সামনের বারান্দা। ভেতরের রুমে অবশ্য দু-চারজন আছে, তবে তারাও বৃষ্টি ধরার অপেক্ষায় আছে। থামলেই বেরিয়ে পড়বে। বারটেন্ডার গোলাম মওলা দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। সেও বৃষ্টি থামার অপেক্ষায় আছে।

বৃষ্টি থেমে গেল পুরোপুরি। সাথে সাথে ভেতরে যারা ছিল তারা বেরিয়ে পড়লো। গোলাম মওলা বাইরে গিয়ে চেয়ারগুলো ভেতরে ঢুকাল। ঠিক এ সময় পাঁচ মিনিটের ব্যবধানে দুজন লোক ঢুকল ওর দোকানে। প্রথমজনের পরনে পাজামা-পাঞ্জাবি।

দ্বিতীয়জনের পরনে হাল ফ্যাশনের পোষাক। দুজনেরই কাপড় ভিজে একাকার। গোলাম মওলা বিরক্ত বোধ করল। সিদ্ধান্ত নিল, না করে দেবে। যাবার সময় এসব ভালো লাগেনা।

ভেতরে গিয়েই মত পাল্টাল মওলা। বৃষ্টির কারনে আজ বিক্রি তেমন একটা সুবিধের হয়নি। আরো কিছুক্ষন পরেই না হয় বন্ধ করা যাবে, ভাবল ও । দুই ডানদিকের কোনায় বসা প্রথমজনের কাছে গেল মওলা। বলল-‘কি খাওয়ার মর্জি ভদ্রমহোদয়ের?’ গলার মাখনের মতো কোমল মওলার।

আগন্তুক কিছ্ক্ষুণ ভাবল, তারপর বলল-‘বাংলা মদ। নির্ভেজাল হওয়া চাই’। ' ছ্যাঁকা কেস, বাংলা সিনেমা বোধহয় বেশি দেখা হয়, ভাবল মওলা। যাইহোক দ্বিতীয়জনের কাছে যাওয়া যাক, ভাবল ও, কিন্তু দেখা গেল দ্বিতীয়জন ইতিমধ্যেই প্রথমজনের টেবিলের সামনে দাঁড়িয়ে। ‘বসতে পারি ভাইজান?’ প্রথমজনের উদ্দেশে বলল সে এবং অনুমতির অপেক্ষা না করেই বসে পড়ল।

তারপর মওলার উদ্দেশে বলল-‘আমার অর্ডার একটু পরে দিচ্ছি’। ' মওলা চলে গেল। ‘ভাইজান কিছু মনে করেননি তো?’বলল দ্বিতীয়জন। ‘সেটা বসে পড়ার আগে জিজ্ঞেস করলে ভালো হতোনা?’ প্রথমজনের উত্তর। দ্বিতীয়জন একটু চুপসে গেল।

‘সরি’ বলল সে। একটু নরম হল প্রথমজন, বলল ‘আসলে আমার মন আজকে ভালো নেই, বসুন ব্রাদার, সমস্যা নেই। ’ ট্রের উপর থেকে দুটো গ্লাস নামাল মওলা, বলল- ‘আপনার বাংলা মদ মহোদয়’। ' ‘দাঁড়ান, এতে আমার চলবেনা, পুরো বোতল নিয়ে আসুন’। ' বলল প্রথমজন একেবারে টাটকা ঘা মনে হয়, ভাবল মওলা, তারপর দ্বিতীয়জনের দিকে ফিরে বলল- ‘মহোদয়ের কি চাই?’ ‘আর একটু পরে বলছি’ বলল দ্বিতীয়জন ।

এ হারামজাদা চায়টা কি?, যেতে যেতে ভাবল মওলা । ‘আচ্ছা ভাইজান , মনে জোশ আসে এমন একটা জিনিস খেতে চাই, কোনটা খেলে ভালো হবে?’প্রথমজনের কাছে প্রশ্ন দ্বিতীয়জনের । ‘নতুন নাকি?’ ‘বছরখানেক আগে এক পার্টিতে বন্ধুরা একবার রাম খাইয়েছিল, ব্যস, ওই। ‘তাহলে আপনার দরকার নির্ভেজাল বাংলা মদ। ’ ‘আচ্ছা! এটা খাওয়ার পরে কিরকম জোশ আসে?’ চোখে আগ্রহ নিয়ে জানতে চাইল দ্বিতীয়জন ।

‘আমার নিজের অবশ্য এ বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নেই, তবে পরিচিত একজনের কথা বলতে পারি, যাকে বাংলা মদের এনসাইক্লোপিডিয়া বললেও কম বলা হয়’। ' ‘আচ্ছা! বলুন না প্লীজ!’ ‘তার মতে, মদ খেয়ে সবাই মাতাল হতে জানেনা, আর আমার মতে, তার মতো মাতাল হতে আর কেউ জানেনা। তিনি যখন কোমায় চলে যান......, ও, কোমা মানে বোঝেনতো?’ ‘জি, এটা মেডিকেলের ভাষা। ’ ‘এই কোমা সেই কোমা না, এই কোমা হচ্ছে মদের মধ্যে ডুবে যাবার শেষ স্তর। মানুষ যখন মেডিকেলের কোমায় থাকে তখন একরকম মরাই থাকে, কোন কথা বলতে পারেনা, কিন্তু এই কোমায় থাকলে ঘাটের মরাও জীবন ফিরে পায়।

মনের মধ্যে জমে থাকা সব অমৃত বচন আপনাতেই বেরিয়ে আসে । তো তিনি যখন ওই স্তরে থাকেন তখন তিনি নিজেকে কখনও আমিরাতের শেখ, কখনও আমেরিকার প্রেসিডেন্ট মনে করেন। ’ ‘মাই গড! বলেনকি?’ দ্বিতীয়জনের কন্ঠে উত্তেজনা । ‘বুঝতেই পারছেন, মনে কিরকম জোশ আসলে এরকম হতে পারে?’ ‘তাহলে আমি বাংলা মদই নিই, কি বলেন?’ ‘অফকোর্স, হোয়াই নট?’ ‘এই যে ভাই,’ মওলার উদ্দেশ্যে হাঁক দিল দ্বিতীয়জন, ‘বাংলা মদ, ভেজাল ছাড়া। ’


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.