ভাষার মাসে সবাই ফেসবুকে নিজের নামের আদ্যক্ষর ব্যবহার কেবল শুরু করেছে। এমন সময় উত্তল শাহবাগ জেগে উঠল রাজাকার কসাই কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে। শুরু হলো শ্লোগান। আদ্যক্ষার ব্যবহারের ধারনাটা তাতক্ষনিক ভাবে শ্লোগানে চলে এসেছে। বর্ণমালার ব্যবহারে এদের নাম অক্ষর দিয়ে বলা আমাদের ভাষা অক্ষরের অবমাননা। এআমার একান্ত অভিমত গ তে গোলাম না বলে.. গোলাম গু আযম বলেই ভালো হয়। ক তে কাদের মোল্লা না কসাই---- কাদের মোল্লা মানুষ কাটা ---- কাদের মোল্লা স তে সাকা নয়.....শয়তান.....সাকা এমন বললে কেমন হয়.. ভেবে দেখার অনুরোধ রইল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।