সৃষ্টি সুখের উল্লাসে।
ওপেনসোর্স হওয়াতে লিনাক্স ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আর উন্ডোজের মত সহজ ইন্টারফেস হওয়াতে উবুন্টুর ব্যবহারকারী অন্যান্য ডিসট্রোগুলোর চেয়ে বেশী। বাইডিফল্ট উবুন্টুতে .rar archive – extract করার কোন সফটওয়ার নেই। আমার আজকের এই টিউটোরিয়ালটা .rar archive কে কিভাবে extract করবেন তা নিয়ে।
এর জন্য আপনার পিসিতে অবশ্যাই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপর রApplication>Accessories>Terminal -এ যান। নিচের কমান্ডটা লিখুন
sudo apt-get install rar পাসওয়ার্ড দিন। (এখন ফাইলটা ডাইনলোড হতে দিন। )
ডাইনলোড শেষ হলে sudo ln -fs /usr/bin/rar /usr/bin/unrar কমান্ড প্রয়োগ করুন।
হয়ে গেল ইনস্টল। এবার মজাসে extract করুন .rar archive।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।