আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে কিভাবে .rar archive extract করবেন।

সৃষ্টি সুখের উল্লাসে।

ওপেনসোর্স হওয়াতে লিনাক্স ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আর উন্ডোজের মত সহজ ইন্টারফেস হওয়াতে উবুন্টুর ব্যবহারকারী অন্যান্য ডিসট্রোগুলোর চেয়ে বেশী। বাইডিফল্ট উবুন্টুতে .rar archive – extract করার কোন সফটওয়ার নেই। আমার আজকের এই টিউটোরিয়ালটা .rar archive কে কিভাবে extract করবেন তা নিয়ে।

এর জন্য আপনার পিসিতে অবশ্যাই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপর রApplication>Accessories>Terminal -এ যান। নিচের কমান্ডটা লিখুন sudo apt-get install rar পাসওয়ার্ড দিন। (এখন ফাইলটা ডাইনলোড হতে দিন। ) ডাইনলোড শেষ হলে sudo ln -fs /usr/bin/rar /usr/bin/unrar কমান্ড প্রয়োগ করুন।

হয়ে গেল ইনস্টল। এবার মজাসে extract করুন .rar archive।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.