নিউইর্য়কের ম্যানহাটন সেন্টারে এক অনুষ্ঠানে গায়িকা মমতাজ বলেছেন, গানের জনপ্রিয়তার বোনাস হিসেবে এমপি হয়েছি।
যতটুকু জানি এবারই শেষ হয়ে যাচ্ছে সংরক্ষিত নারী আসনের নিয়ম। সামনে থেকে সরাসরি ভোটে নর্বাচিত হয়ে আসতে হবে।
এই সংরক্ষিত নারী আসন ব্যবস্থা দীর্ঘ সময় ধরে চলা প্রক্রিয়া। কোথায় পুরুষদের একটা ব্যাপার থাকলে সেটার একটা সময় নারীদের জন্যও করে দেয়া হয়।
সেই হিসেবে একটা দাবী তোলাও যায়, সামনের কিছু সংসদে সংরক্ষিত পুরুষ আসন তৈরি করে পুরুষ শাখায় সৃজনশীলদের বোনাস হিসেবে সংসদে আসন দেয়া হোক।
তাহলে আমরা একটা কিছু ট্রাই করে দেখতে পারি। বলা তো যায়না এই আপনিই ব্লগিংয়ের জনপ্রিয়তার বোনাস হিসেবে এমপি হয়ে যেতে পারেন।
কারন, গান করে মমতাজ, অভিনয় করে তারানা হালিম বোনাস পেতে পারলে আপনার, আমার বাধা কোথায়?
সুতরাং গান, অভিনয়, ব্লগিং যে যেভাবে পারেন ঝাপাইয়া পড়েন।
লজ্জার কোনো কারন নাই লজ্জা শরম নারীর ভুষণ, পুরুষের কলঙ্ক।
আর এমপিত্ব নারীর বোনাস হইলে, পুরুষের স্যালারী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।