জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে
আধুনিক সব মানুষের উৎপত্তির উৎস আফ্রিকা মহাদেশে। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের গবেষণালব্ধ বংশানুগতি মানচিত্র থেকে এ ব্যাপারে বিশদ তথ্য জানা গেছে। জানা গেছে, ভাষা ও সংস্কৃতির বিশাল বৈচিত্র্যের তথ্য। আফ্রিকান বংশানুগতি তথ্যবিষয়ক এত বড় গবেষণা আর কখনো হয়নি। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সারাহ টিশকফ বিজ্ঞানী দলের নেতৃত্ব দেন।
বিজ্ঞানীদের গবেষণায় জানা গেছে, বিশ্বে বংমানুগতির ক্ষেত্রে সবচেয়ে বৈচিত্র্যপূণ্য স্তান হচ্ছে আফ্রিকা। মানবসমাজের আদিযুগের পূর্বপুরুষদের বিচরণ আফ্রিকায় ছিল বলে শনাক্ত করা গেছে। আফ্রিকার ১২১ জন বাসিন্দার বংশানুগতির উপাদান পরীক্ষা করে বিজ্ঞানীরা এসব তথ্য উদঘাটন করেন।
গবেষণার জন্য বিজ্ঞানীরা তিন হাজার নমুনা জোগাড় করেন। পরীক্ষা করে তার পূর্বপুরুষদের জনগোষ্ঠীর ১৪ টি স্তর শনাক্ত করেন।
দেখা গেছে, এসব জনগোষ্ঠীর স্তরগুলোর মধ্যে বংশানুগতির পুর্বাপর মিল রয়েছে।
সাদৃশ্য রয়েছে ভাসা ও সংস্কৃতিতে।
এ গবেষণার সাথে জড়িত কার্তুম বিশ্ববিদ্যালয়ের গবেষক মুনতাসের ইব্রাহিম বলেন, আফ্রিকার জনগোষ্ঠীর অভ্যন্তরীণ জমকালো ইতিহাসই মানবজাতির ইতিহাসের মূল উপাদান। সূত্র্র,প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।