কেউ কেউ একা
'মাসিক ক্রিটিক' ২৫ ফ্রেবুয়ারি সংখ্যায় প্রধান সম্পাদকের সম্পাদকীয় খুব ভাল লাগল। সম্পাদকীয়তে উঠে এসেছে বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর একটি 'শ্লোগান'। 'বদলে যাও, বদলে দাও'। সম্পাদক এখানে একটা মূল্যবান কথা বলেছেন এই শ্লোগান সম্পর্কে। বদলে যেতে হবে কাদের? যারা অন্য (কথায় এক আর কাজে অন্য) মন মানসিকতার নিয়ে আমাদের সমাজে বসবাস করছেন, তাদের।
যারা ভাল মানুষ তাদের তো বদলে গেলে চলবে না। তারা বদলে গেলে আমাদের সমাজে নেমে আসবে অমঙ্গলের কালো ছায়া। তাই ভাল মানুষদের বদলে না গিয়ে বদলাতে হবে খারাপ মানুষদের। তাতে সমাজ, দেশ তথা বিশ্বের মঙ্গল হবে।
ইচ্ছে করলে ইন্টারনেটে আপনি দেখতে পারেন ক্রিটিক।
http://www.criticbd.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।