আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
মাঝে মাঝে আমাদের জীবন পাপেট শোর মত অন্যের হাতের সুতোয় গেঁথে রয়, কেবলি সুতোর হুইলে ঘুরতে থাকে আমাদের স্বপ্ন-বাসনা-প্রয়োজন ও আয়োজনের চাকাগুলো। বিশ্বাস ও অবিশ্বাসের প্রশ্নে আমরা কখনও নিজেকে দ্বিধার মধ্যে রাখিনা, তবে অণ্যকে কেন? কিন্তু দেখুন আমাদের নিজেদের বিশ্বাস মাঝে মাঝে টালমাটাল হয়ে যায় অন্যের বিশ্বাসের মূল্য দিতে যেয়ে। জানি না, কোন সকল পাপ মানুষকে এত বেশি বিচলিত করে, কিন্তু দেখুন পূণ্যের পথে চলতে চলতে মাঝে মাঝে আমরাই পাপীদের মত দিশেহারা হয়ে যাই অন্যের হাত ধরে। জীবন হয়তো চলেও যেতে পারে কিন্তু জীবিকার সাথে যে সকল পথ আমাদের নয়নের ঠিকানা হয়ে যায়, সে সকল পথে যদিও মরীচিকার বিস্তার, তারপরও আমাদের মিষ্টির কথার চিড়ায় প্রতিনিয়ত খালি পেট ভরতে হয়।
জানি না, কি লিখছি........... মনটা বেজায় খারাপ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।