ক্রীতদাসের চিৎকার
কথা ও সুর ঃ প্রবর রিপন
স্পার্টাই আমিও ছিলাম সেই হেলট জারজ ক্রীতদাস
কোলিঙ্গের রণাঙ্গনে অশোকের তীরে
যার পাঁজরে এখনো রক্তক্ষরন,
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
আমার চোখের জ্যোতি কেড়ে দেখছো বিশ্ব সার্বজনীন
আর আমার হাড়ের স্তুপে মরুতে গড়েছো
এ কোন পিরামিড!!?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
আমি কি বলতে পারি
এই প্রিয়তমা ঠিক আমারই!?
আর যে হাতিয়ারে হচ্ছে আমারই শিরচ্ছেদ
তা আমারই হাতে গড়া!?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
নিনেভ থেকে নিউইয়র্কে
প্রদীপ ব’য়ে ব’য়ে ক্লান্ত এই বাহু
আর আমার শিশূর গরাদ ডুবে আছে ভয়াবহ আধাঁরে;
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
স্পার্টাকাস,
প্রমিথিউস
গৌতম বুদ্ধ
ঘুমিয়ে পড়েছে যে যার প্রদীপে
আর আমি জড়িয়ে আছি
এই মানবিক অক্টোপাসে
এই মানবিক অক্টোপাসে;
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
আফ্রিকার নির্জন অরণ্যে ঘুরে ঘুরে
নিগ্রো জননীর রক্তে স্নান করে ফিরি সেই বাগানে
যে বাগানে এখন আর কোন ফুল ফোটে না
প্রজাপতির পিছে ছুটতে ছুটতে
কোন কিশোরী পথ হারিয়ে ফেলে না;
একি সভ্যতা নাকি সব-ভোঁতা!?
একি সভ্যতা নাকি সব-ভোঁতা!?
একি সভ্যতা নাক সব-ভোঁতা!?
সিভিলাইজেশন নাকি সিভিল-লাইগেশন?
সিভিলাইজেশন নাকি সিভিল-লাইগেশন?
সিভিলাইজেশন নাকি সিভিল-লাইগেশন?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
আমি কোন্ প্রজাতি
মানুষ না ক্রীতদাস?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।