গত বই মেলার কিছুদিন আগে এই বইটি বেরিয়েছে।
কিন্তু তখন এখানে তার কোন খবর দিইনি।
তাই এখন বলা যেতে পারে এটা একটি বাসী বইয়ের বিজ্ঞাপন।
বইটি প্রকাশিত হয়েছে ধূপছায়া প্রকাশনী থেকে।
পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্তরের কালনেত্র স্টলে এবং আজিজ মার্কেটে আর কবির নিজ ব্যাগে , সব নর্দমায়, ডাস্টবিনে।
মূল্য ৮০ টাকা।
প্রচ্ছদ করেছে সোহাগ।
মোট ৬৪ টি কবিতা আছে বইটিতে
লেখার সময়কাল ২০০২-২০০৭।
আপনারা বইটি সংগ্রহ করে পড়তে পারেন।
তারপর এই প্রলাপ গুচ্ছ যে অসহ্য ভ্রমনের অভিজ্ঞতা আপনাদেরকে উপহার দেবে
তার রাগে, দুঃখ্ অপচয়ের বোকামীতে
আপনাদের নির্জন আত্মার আড়ালে আর আমার উন্মাদ চোখের সামনে , আমাকে নিয়ে এক গ্রন্থ বা কবিতা পোড়ানোর উৎসবে
আমাদের পরস্পর কে ডেকে নিয়ে যাবে সময়ের অমোঘ ডাক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।