আমাদের কথা খুঁজে নিন

   

মনোসরনী এর গান---- মাকে লেখা চিঠি (লিরিক) কথা ও সুর ঃ প্রবর রিপন


মাকে লেখা চিঠি কথা ও সুর ঃ প্রবর রিপন মা, আমার একটা ছাতার দরকার বাইরে প্রখর রোদ আর ভেতরে ভীষণ শিলাবৃষ্টি ছাতার আশ্রয়ে বাইরে না হয় রুখি তবে ভেতরটা হবে কি করে সুখি ? মা, শহর থেকে লিখছি তোমাকে এই চিঠি শহরে থাকতে এগুলো নাকি ভীষণ দরকারী !!! মা, আমার একটা মুখোশ দরকার সবাই পরে রঙ্গীন মুখোশ, হাসে দেখে আমার ক্ষত বিক্ষত মুখ মুখোশ জব্দ করে এটে যাই কাছাকাছি তবে হৃদয়-এর নৃশংসতা কি দিয়ে ঢাকি? মা, শহর থেকে লিখছি তোমাকে এই চিঠি শহরে থাকতে এগুলো নাকি ভীষণ দরকারী !!! মা, লেখার দরকার আমার এপিটাফ মৃত্যুর ডানা গজায় পিঠে আর শয়তান দিচ্ছে দূরে দূরে ডাক ঈশ্বর না হয় বাঁচাবে এ যাত্রায় কিন্তু আমি যদি ঈশ্বরকে না বাঁচাই? মা, এ জন্মে হারাই যদি ধড় আর মুণ্ডু তুমি কি প্রসব করবে আবার সেই অগ্নিকুণ্ড!!?? ******* এই গানটা আমাদের ব্যান্ড মনোসরনী এর। এখনো রেকডিং করা হয়নি। ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন নিশ্চিত
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।