আমাদের কথা খুঁজে নিন

   

অতীত তুমি কথা কও....

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

ছবির মতো চোখে ভাসে মনে করলেই চোখের সামনে আসে মুহূত্বগুলো মুহূত্বের মধ্যে যেন ছুড়ে যায়, সে কথাগুলো আজো আমার কানের কাছে শুধু শোনে না কেউ,হে নীরব অতীত !!! যুগে যুগে কেন কাহিনী বানিয়ে থাকো মানুয়ের মুখে মনে? আমার চোখের মণিতে ধরা দাও, দেখিয়ে দাও সবাইকে তুমি কথা কও তুমি অতীত, কথা কও... কাহিনী সব নড়েচড়ে,আমার চোখে সব যেন জীবন্ত তোমায় ভেবেতো আমার চোখ ভেজে, শান্ত মন হয় অস্থীর,তবু তুমি কেন স্তব্ধ?? নীরবে কেন শুধু চেয়ে রও কথা কও অতীত, তুমি কথা কও... হাজারো মুখের মুখর বাণীতে বদলে গিয়েছে তোমার রূপ শুধু কি আটকে থাকবে,জীবন লিপির স্মৃতির পাতায়, আর কত চুপ করে থাকবে,কেন এতো সও ? কথা কও অতীত, কথা কও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।