আমাদের কথা খুঁজে নিন

   

ঝাপসা অতীত

স্বপ্নিল সময়ের সন্ধানে..

আজ হৃদিতার বড্ড বেশি মনে পড়ছে ফেলে আসা দিনগুলো .....যদিও ঝাপসা হয়ে গেছে অতীত।স্মৃতির মাঝে তবুও অক্ষত কিছু স্নিগ্ধ,রঙীন মুহূর্ত। মনে পড়ছে সেইইই ক্ষনগুলো যখন তিলে তিলে নিজেকে ধ্বংস করতো ও।বেচেঁ থাকাটা অসহ্য হয়ে উঠেছিল,প্রতিনিয়ত নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া,পাগলের মত নিজেকে ক্ষত-বিক্ষত করা,প্রতিটি ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্তগুলোর হাহাকার ওর মাঝে এক আশ্চর্য অণুভূতির শিহরণ দিতো।এভাবে চলতে চলতে যখন মৃতপ্রায় জীবন ঠিক তখনই,,,,রুদ্রএসেছিলো ওর জীবনে।ওকে বলেছিলো"বাঁচতে হবে তোমাকে,হাত ধরো আমার,দেখো পৃথিবী এখনো সুন্দর,এখনো এখানে ভালোবাসা আছে"। কম্পনরত হাতটা এগিয়ে দিয়েছিলো রুদ্রর হাতের পানে। ক্রমে ক্রমে আজ যখন রুদ্রই হয়ে উঠেছে ওর বেঁচে থাকার একমাত্র অবলম্বন তখনই , হঠ্যাৎ থমকে গেলো,অতি পরিচিত সেই মানুষটাকে আজ এত অপরিচিত লাগছে কেন? এ কে? নাহ্ ,এ তো সেই মানুষ নয়,যে ওকে বাঁচার জন্য একমুঠো রঙীন স্বপ্ন দিয়েছিলো!!! সেই মানুষটা তো শক্ত করে ওর হাত ধরে অন্ধকূপ থেকে টেনে তুলছিলো ,,,কিন্তু আজ আলোর পানে চেয়ে এত অচেনা কেন সে? ধীরে ধীরে আবার অন্ধকার হয়ে আসছে ওর চারপাশ। সেই ঝাপসা অতীত ,,মৃদু পায়ে আজ ক্রমশ এগিয়ে আসছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।