আমাদের কথা খুঁজে নিন

   

অতীত.।

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। "...আজ খবরের কাগজ হাতে নিয়ে মাথা দুলে উঠলো...ইচ্ছা হচ্ছিল বমি করি কয়েক দফায় দফায়... কি এক শান্তির মিছিল...শ্লোগান- অতীত ভুলে সামনে এগিয়ে যাবার... শান্তির দুই পায়রা বসে নির্লজ্জ বাক বাকুমে ব্যাস্ত... ... ৭১ এ আমার জন্ম হয়নি, যতটুকু জেনেছি তা মা-র মুখে শুনে, হাজারো গল্প-উপন্যাস থেকে, পাঠ্যের মুক্তিযুদ্ধের পাতা টুকে...সাদাকালো পর্দায় দেখা শত শত নাটক, সাক্ষাৎকার আর স্মৃতিচারণ দেখে... বাবার হাতের খবরের কাগজে ৭-২৫-২৬-১৪-১৬ এ প্রকাশিত সাময়িকী...পটুয়া কামরুলের হাতের ছোঁয়া-য় জীবন্ত হয়ে ওঠা মানব মুখশ্রী সদৃশ হায়েনা দেখে...থরে থরে ইলিশ ফাইল হয়ে থাকা পচা-গলা লাশের স্তুপ গুলান... কলোনির খেলার মাঠে বিজয় দিবসের নানা প্রদর্শনীতে... ৫২-৭১ দেখার দরকার আর বোধও করিনা... যথেষ্ট আমার বোধ... আমি বিশ্বাস করি বাংলার সার্বভৌমত্বে আর স্বাধীনতায়... বিশ্বাস করি মুজিব-জিয়ায়, জহির রায়হানে, রথিন্দ্রনাথে, নিরমলেন্দুতে... ওরা এগার জনে, আগুনের পরশমণিতে আর কোটি কোটি শিল্পে, সঙ্গিতে, সব কটা জানালা খুলে দেয়ার আহ্বানে... এই সব অতীত ভুলে গিয়ে আমি-আমরা কিভাবে সামনে এগিয়ে যাবো?!... ৭১ তো আমার শিক্ষায়, আমার মজ্জায়... ফি বছর বাংলা বইতে বীরশ্রেষ্ঠের আর তাদের আত্মদানের গাঁথা সেতো খালি নম্বর তুলব বলে পড়িনি... যেগুলান অঙ্ক করে পড়েছি সেই সব আধিভৌতিক প্রমথ আর বঙ্কিম আমরা উগড়ে দিয়েছি আগেই...মননে থেকে গেছে শুধু ওই মানুষ গুলান আর সেই না দেখা সময়... কোন বাঙালী তা ভুলতে পারেনা... সম্ভব না...কক্ষনো না... মাননীয়া শান্তির পায়রার দল... আগামী বাক বাকুমে দয়া করে অন্য কিছু ভোলার কথা তুলবেন... "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।