আধুনিক এরোপ্লেনের প্রথম রূপকার সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী লিওনার্দো ভিঞ্চি
লিওনার্দো ভিঞ্চি কালেভদ্রে কলম ধরতেন। তিনি ক'টি লাইন লিখেছিলেন মাত্র। তার হাতে শোভা পেত রঙ তুলি। তিনি সর্বকালের চিত্রকরদের একজন লিওনার্দো ভিঞ্চি। আজকে আমরা যে আধুনিক এরোপ্লেন দেখছি কিংবা চড়ছি তার প্রথম আধুনিক রূপকার লিওনার্দো ভিঞ্চি। লিওনার্দো ভিঞ্চির মতো এত বহুবিধ প্রতিভার অধিকারী মানুষের সংখ্যা পৃথিবীতে বিরল। তিনি ছিলেন স্থপতি, শিল্পী, লেখক, গায়ক, শবব্যবচ্ছেদবিদ, গণিতজ্ঞ, উদ্ভিদবিদ্যাবিশারদ ও সর্বোপরি বৈজ্ঞানিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।