তাহমিদুর রহমান
অনুশোচনার দুঃস্বপ্নে আনীত একটু রৌদ্দুর
শুনি প্রতিশ্রুতির ধাবন হাতুড়ি আশেপাশে
ঐন্দ্রাজালিক সেতুর নিচে স্বীয় প্রতিফলন
হতাশার নদী দিবে কি এবার ক্ষান্ত?
পাব কি ফিরে হারানো স্মৃতির গোপন রত্ন
হটাৎ ফুরিয়ে যাওয়া বৃষ্টির ফোটায়।
কবচ যৌবন বেকার মুহূত নয়
উষ্ণ স্বপ্নে দেখব জমক পর্বতমালা
নয় শ্লথ স্নায়ুর নিরত্তর বিশ্রাম
অমেয় চঞ্চল শিহরণে একমুঠো ভালবাসা
তৃপ্তিময় সৌরভ আত্নার হৃদয়ে নিরুপদ্রব
দু একটি অস্থির ঝিঁ ঝিঁ ব্যাঞ্জণধনি
ডেকে চলে অবিরাম, অন্ধকারে আলো নিরুপম
কোন গোপন গ্রন্থে এক আশ্চর্য্য অনুভব
সোনার শ্যামলে গাঁথা স্বপ্ন বদলের।
আবেদন করি, ওহে দাম্ভিক যৌবন
তোমার উল্লাস আমার নবজন্ম দর্প
আলোড়ন তুলে নিঃশব্দ তৃণ পল্লবের মুখে
সফলতাও ধরা দেয় এই রুগ্ন বাহুডোরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।