জন্মভূমির মতো অসহায় আমার যৌবন
ত্রিশ বসন্তের যৌবন আজ স্বপ্নহীন। কাব্য, নারী, প্রেম-
সব যেন দুর্লভ; নারীর ভালবাসা মরীচিকা-
হতাশা, ব্যর্থতা, নৈরাশ্য চারিদিকে,
অন্ধ বাপের ডাকে আমার
ভোর হয় কাক জোছনায়!
নুন ছাড়া পান্তায় তৃপ্তির আহার!
সারাটি দুপুর কাটে, চাকুরির খোঁজে-
রাস্তায়, বাসের হাতলে- মাথার পরে ঝাঁঝালো রোদ
পেটে দুরন্ত ক্ষুধা। বাড়ীতে বৃদ্ধা মা, বস্তির
স্যাঁতসেতে ঘরে চীর রুগ্না গর্ভিনী স্ত্রী,
শতছিন্ন শাড়ীর আড়ালে
আমার সোমত্ত বোনটির বাঁধ না মানা যৌবন
অথচ আমি নির্বাক-
নীরবে দেখে যাই সয়ে যাই- শুধু
নীরব দীর্ঘশ্বাস বাস্তবতার রূঢ় বাতাসে হারিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।