আমাদের কথা খুঁজে নিন

   

নিরানন্দ নয় স্বাচ্ছন্দ্য



সম্পদ অল্পই হোক আর বেশিই হোক বলতেই হবে জনতা সকলেই করবে ভোগ। জনতা যেন না থাকে নিরানন্দে ওরা যেন থাকে সদা স্বাচ্ছন্দ্যে। জনতা যেন থাকে সদা মহানন্দে জনতা যেন থাকেনা দ্বিধা-দ্বন্দ্বে। এমন কাজ করা যাবেনা যা দেয় লান্ছনা ঘৃণাজনক কাজ করা যাবে না যা দেয় যন্ত্রনা। অন্যায় করা থেকে হতে হবে সকলকে নিবৃত্ত বৈষম্যমূলক কাজ করা যাবে না ভুলবশত। অন্যায়কারীর জন্য পরপারে রয়েছে মহা শাস্তির ব্যবস্থা অন্যায় বন্ধে সকলকে করতে হবে তওবা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।