জিপি এমএমএস নিয়ে জিপির ফ্রি নেট বাজারে ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে তা কপি পেষ্ট করতে ব্যস্ত হয়ে গেল সবাই। যাই হোক গ্রামীণফোনের GPMMS টিক্সটা এখনো চলছে তাই জিপি মামুরে আর বিরক্ত করবো না। মজার ব্যাপার হলো যেদিন GPMMS এর টিউনটা দিলাম সেই দিনই রাত্রে ১১ টায় গ্রামীণফোন তাদের GPMMS সেটিংকে ৩ মিনিট এ লিমিট করে দিল!!
যাই হোক টিউনে আসি। এবার আমার নজর বাংলালিংক এর উপর। বাংলালিংকের নতুন এড টা মিউট করে দেখেন।
মনে হইবো ফ্যান্টাসি কিংডমের লাফালাফির এড!!!
প্রথমেই বলে রাখি, এইসব ফালতু ফ্রি নেট এর গুরু কিংবা নির্মাতা আমি নই। আমি শুধু বিভিন্ন উৎস থেকে উপাদানসমূহ সংগ্রহ করি এবং নিজের কিছু “জাদু” মিক্স করে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকের টিউনটি http://www.techtunes.com.bd/hacking/tune-id/219904 এবং http://www.techtunes.com.bd/hacking/tune-id/228662 এই দুইটা টিউন এর উপাদান নিয়ে করা হয়েছে। তবে পার্থক্য অবশ্যই রয়েছে। বুঝবেন আস্তে আস্তে!
আসুন শুরু করি।
১। আমার বাংলালিংক মডেম নাই। তাই জিপি মোডেমে কনফিগারেশন টা করে দিলাম। আপনার কাছে যেই মডেলের যেই ব্যান্ডের মডেম আছে তাতেই কনফিগারেশন টা করে নিবেন। কাজ হবে (যদি করতে পারেন আর কি)!
প্রথমে নিচের ফাইলটা ডাউনলোড করে নিন:
http://www.mediafire.com/?m8cj2xw123ekkq2
ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করুন।
এরপর দেখবেন সেটিং নামে একটি প্রোগ্রাম ফাইল রয়েছে। সেটায় ডাবল ক্লিক করে ওপেন করুন। এখানে নিচের মতো করে নিন:
এরপর মডেমে বাংলালিংক সিম ঢুকিয়ে নিচের মতো করে কনফিগ করে নিন:
এবার এই কনফিগটা দিয়ে কানেক্ট দিন।
তারপর ওপেরা মিনি ৭.১ প্রোগ্রামে ক্লিক করুন (প্রথমে যেটা ডাউনলোড করেছিলেন)
এখানে সেটিং করে নিন:
> Remove Port অংশে টিক চিহ্ন দিন।
> Proxy Type অংশে HTTP নির্বাচন করুন।
> Proxy Sever ঘরে লিখুন 0.facebook.com:80
এবার সেভ করে এই স্ক্রিণ বার বার দেখতে না চাইলে Show on Start ঘরে টিক চিহ্ন উঠিয়ে দিন।
আর কিছু লাগবে না!! স্বাভাবিক ভাবে ব্রাউজ শুরু করুন। ডাউনলোড করুন আনলিমিটেড। ডাউনলোডকৃত ফাইলগুলো আপনি filesystem ফোল্ডারে পাবেন।
প্রথমে মোবাইলের নেটওর্য়্যাক অপশনের কানেক্টশন সেটিং য়ে নিচের মতো করে কনফিগারেশন করে নিন:
Name = Whatever u wish
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80
এবার যেকোনো হ্যান্ডেলার সহ অপেরা মিনি টি ডাউনলোড করে নিন।
নতুন কনফিগারেশন টি দিয়ে ওপেরা টি ইন্সটল করুন।
তার পর চালু করুন।
এখানে সেটিং করে নিন:
> Remove Port অংশে টিক চিহ্ন দিন।
> Proxy Type অংশে HTTP নির্বাচন করুন।
> Proxy Sever ঘরে লিখুন 0.facebook.com:80
এবার সেভ করে এই স্ক্রিণ বার বার দেখতে না চাইলে Show on Start ঘরে টিক চিহ্ন উঠিয়ে দিন।
আর কিছু লাগবে না!! স্বাভাবিক ভাবে ব্রাউজ শুরু করুন। ডাউনলোড করুন আনলিমিটেড।
এন্ড্রয়েডের জন্য http://www.techtunes.com.bd/hacking/tune-id/228662 টিউনটি ফলো করুন। তবে সবকিছু হয়ে গেলে ব্রাউজ এবং ডাউনলোডের জন্য 0.facebook.com লেখা লাগবে না। সরাসরিই করতে পারবেন!!
শেষ কথা একটাই, . . . . . . . . . . . . মোবাইলের চার্জ এর দিকে লক্ষ্য রাইখেন মিয়া!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।