আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের ব্লগারদের ভালোবাসায় সিক্ত হলেন জানা!

. আমার নাইবা হলো পারে যাওয়া... গতকাল দুপুরে ব্লগার মামুনের বাসায় আমাদের হাউকাউ পার্টি ছিলো। অপারেশন ক'দিন পিছিয়ে যাওয়ার কারনে নাতনিকে নিয়ে সে পার্টিতে যোগ দিয়ে, বিকেলে শহীদ মিনার ঘুরে বাসায় এসেছি। রাত ৮টায় জানা ও আমিনুর সিলেটের মাটিতে পা রাখে। তাকে স্বাগত জানায় ব্লগার মামুন। হোটেলে যাওয়ার আগেই পিঠে ধরাচুড়া নিয়েই জানা জনতার প্রানের দাবীতে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গনে যায়।

সেখানে অবস্থানরত ব্লগাররা তাকে হ্বার্দিক অভিনন্দন জানিয়ে স্বাগতম জানায়। সিলেটের মানুষ এমনিতেই খুব অতিথীপরায়ন। তাই ব্লগাররা তাদের প্রিয় জানা আপুকে কাছে পেয়ে আনন্দে বিহ্ববল হয়ে পড়ে। আর জানাও অভিভুত হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সিলেটের ব্লগারদের কর্ম-কান্ড দেখে! সকালে আমি এক কাজে বাইরে গিয়েছি, এমন সময় ব্লগার মেঘ রোদ্দুরের ফোন পেলাম। " আপা এক্ষুনি শাষ্টে চলে আসুন।

আমরা সবাই আছি। জানার কথা শুনে খুশীতে অসুস্থতা, শাষ্টের সিড়ির উচ্চতা ভুলে ছুটলাম। হাফাতে হাফাতে আধমরা হয়ে যখন উপরে উঠলাম, আমিনুরের আকর্ণ হাসি, আর জানার উষ্ণ আলিঙ্গনে সব কষ্ট দূর হয়ে গেলো। সারাটা দিন কাটলো আমাদের গল্পে, বিভিন্ন বিষয়ে আলোচনা, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে। সাথে পানশীর মজাদার খাবার দাবারও ছিলো।

বিকেলে ডাঃ মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সঙ্গে প্রায় ঘন্টা-ব্যাপী আলোচনা হলো। যখন শাপ্রবি থেকে বের হলাম তখন রিতিমত রাত। জানাকে সিলেটের ব্লগাররা যে আন্তরিক ভালোবাসা দিয়েছে আশা করছি আগামীতে খুব শিঘ্রীই সে আরিল ও কিন্নরীকে নিয়ে আমাদের দেয়া আমন্ত্রন, বিশেষ করে মামুন ও আমার যৌথ প্রযোজনায় চুঙ্গা পিঠা খেতে অবশ্যই আসবে। বাকিটুকু ছবিতেই দেখুন। ব্লগারদের সঙ্গে।

আহা! মজার আলু ভর্তা পেয়ে জানা মুগ্ধ! কি মজার ঝোলরে! কিসের ঝোল জানিনা! খাবার সামনে নিয়ে হাআআআ করে জানা আপুর কথা শুনছে! এরা কি বোকা! জাফর স্যারের সামনে আবার জানা হ্যামিলনের বংশীবাদক! আর মুগ্ধ শ্রোতা জাফর স্যার! স্যারের সঙ্গে জানা! স্যারের সঙ্গে আমরা সব ব্লগারেরা! সঙ্গে ভবিষ্যতের ব্লগার বিভোর তরংগ ও আছে! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।