আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভি - ভীতি বি

মুক্ত মন, মুক্ত িচন্তা, মুক্ত মতামত

বহুদিন পর দেশে কোন আর্ন্তজাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিটিভি সরাসরি খেলা দেখাচ্ছে এ ঘোষনায় বিটিভি খুলে খেলা দেখতে বসি। আজ বাংলাদেশ- মায়ানমার গুরুত্বপূর্ণ খেলা। খেলা শুরুর মুহুর্তেই - সংবাদ প্রচারের জন্য আমাদের নিয়ে গেল স্টুডিওতে। যখন ফিরিয়ে আনল মাঠে ততক্ষণে খেলার ১১ মিনিট শেষ।

এবং খেলার একটি উল্লেখযোগ্য ঘটনা দেখা থেকে বঞ্চিত বিটিভির দর্শকরা। খেলার প্রথম মিনিটেই মায়ানমার পেনাল্টি পায় এবং গোলরক্ষক আমিনুলের দক্ষতায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মায়ানমার। কিন্তু বিটিভি চরম পেশাদারিত্বের (?) পরিচয় দেয়ায় বিটিভির দর্শকরাও ব্যর্থ হয় খেলার ঐ মহুর্তগুলো দেখার। বিটিভির সংবাদ মিনিট দুয়েক প্রলম্বিত হলে হয়তো বাংলাদেশের গোলটিও দেখা হতো না বিটিভি দর্শকদের। খেলা শুরুর মিনিট কয়েক পরে আবারো সরাসরি সম্প্রচারে বিঘ্ন এবার আজান প্রচার।

খেলার শেষের মিনিট দশেক দেখাতো দর্শকরা বঞ্চিত হয়েছে - বিএনপি-জামাত জোটের গুণকীর্তন মূলক অনুষ্ঠান "ফিরে দেখা" প্রচারের জন্য। যেন খেলা দেখানো বন্ধ করে অনুষ্ঠানটি না দেখালে বিটিভি কর্তৃপক্ষের চাকুরি থাকে না। হায়রে চামচামি ! পৃথিবীর আর কোন চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় দর্শকদের এভাবে যন্ত্রনা পোহাতে হয় কিনা আমার জানা নেই। বিটিভির যেহেতু এখন দুটো চ্যানেল সেহেতু একটি চ্যানেলে বিঘ্ন ছাড়া সরাসরি খেলা প্রচারের ব্যবস্থা করে অন্য চ্যানেলটি ক্ষমতাসীন সরকারকে তৈল মর্দনের জন্য রিজার্ভ রাখা হোক। বি:দ্র: বিটিভি, তোর পায়ে পড়ি চৌধুরী জাফরুল্লাহ শারাফত নামক যন্ত্রনার হাত থেকে আমাদের রক্ষা কর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।