খেলার ফাঁকে বিজ্ঞাপন, নাকি বিজ্ঞাপনের ফাঁকে খেলা?—বাংলাদেশ টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখার সময় দর্শক বুঝতে পারে না কোনটা সত্যি? প্রতি ওভারের প্রথম বলকে ঢেকে দেয় বিজ্ঞাপন। ওই দৃশ্যের টিভি রিপ্লে দেখে কি আর দর্শকের দুধের স্বাদ ঘোলে মেটে? শুধু এখানেই শেষ নয়, ম্যাচ শেষের টক শো শুরু হতে না-হতেই আবারও সেই বিজ্ঞাপন বিরতি! বিড়ম্বনা সইতে না পেরে অনেকেই টেলিফোন করেন প্রথম আলোয়। কাল এমনই এক দর্শক ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘টাকার লোভে আর কত বিজ্ঞাপন দেখাবে বিটিভি?’ বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র সম্প্রচারস্বত্ব পেয়েছে বিটিভি। বাণিজ্যিক উদ্দেশ্য সফল করতে যেন হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির। প্রথম আলো আমার মনে হয় এটা নতুন তথ্যমন্ত্রী নিতিহীন ইনুর দেশবাসীকে ডিজিটাল উপহার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।