এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
L = লাল বাতি জ্বলে ব্যবসা প্রতিষ্ঠানে ।
O = অন্ধকারে ঢেকে যায় চিরচেনা জগৎ ।
A = আতন্কে থাকে সাধারণ মানুষ ।
D = দলে দলে মশা কামড়াতে থাকে নির্বিচারে ।
S = শান্তি খুঁজতে খোলা মাঠে বেড়িয়ে আসে সবাই ।
H = হয়রানিতে পড়ে টিভি দেখতে বসা মানুষ ।
E = ইনিয়েবিনিয়ে সরকার বুঝাতে চায় তার অসামর্থের কথা ।
D = দিন কাটানো দুর্বিষহ হয়ে উঠে প্রচন্ড গরমে ।
D = ধোঁকাবাজদের দৌরাত্ব বেড়ে যায় অলিতে-গলিতে ।
I = ইচ্ছে করে আশেপাশে জমে থাকা পানিতে ঝাঁপ দিতে ।
N = নয়টা-পাঁচটা অফিস করেও বাসায় যেতে ইচ্ছে করে না ।
G =গতিপথ থেমে যায় নগর জীবনের ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।