আমার এক বন্ধু গতকাল আমাকে ফোন দিয়ে বললো সে কোনভাবেই Adobe Dreamweaver এর Crack সেটআপ করতে পারছে না, এদিকে তার ট্রায়াল পিরিয়ড প্রায় শেষের দিকে । ওকে ফোনে স্টেপ বাই স্টেপ বলে দিলাম কিভাবে করতে হবে । ও সন্তষ্ট হয়ে ফোন রেখে দিলো । কিছুক্ষন পরে আবার ফোন করে বললো "দোস্ত...কাজ হয় না তো"
ভালো ভেজালে পড়লাম দেখছি । ওকে বললাম টিম ভিউয়ার চালু করতে...বললো নেট স্পিড খারাপ ।
মহা সমস্যা ।
হঠাৎ মাথায় আসলো স্ক্রিনশট নেবার আইডিয়া ।
গুগলে খুজে পেয়ে গেলাম LightShot নামের একটি ছোট্ট সফটওয়্যার যা দিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে ব্রাউজারের অথবা কম্পিউটারের যে কোন জায়গার ।
কি ? আপনার লাগবে ?
প্রথমে এখান থেকে ডাউনলোড করুন সফটওয়্যারটি । সাইজ বেশী না, মাত্র ২.৫৯ মেগাবাইট ।
ইন্সটল করুন ।
সফটওয়্যারটি চালু করার জন্য Prt Scr / Prt Scrn কী চাপুন ।
ক্রিনে Select Area লেখা একটি টেক্সট দেখতে পাবেন । যতটুকু যায়গার স্ক্রিনশট নিতে চান ততটুকু যায়গা সিলেক্ট করুন । সিলেক্ট করার পরে নিচের চিত্রের মতো দেখতে পাবেন ।
স্ক্রিনশট তো নেয়া হলো এখন শেয়ার করবেন কিভাবে ?
নিচের ছবির দিকে খেয়াল করুন ।
তীর চিহ্নিত বাটনে ক্লিক করুন ।
এইমাত্র যে স্ক্রিনশটটি নিলেন সেটা আপলোড শুরু হয়ে যাবে ।
আপলোড হবার পরে একটি লিংক পাবেন সেটি চাইলে সবার সাথে শেয়ার করতে পারবেন ।
আপনি চাইলে ইমেজ এডিটও করতে পারবেন, আপনার পিসি অথবা অনলাইন এডিটর দিয়ে ।
ইমেজ আপলোডের আগেই এডিট আইকন অথবা Ctrl + E চাপলে এডিটর ওপেন হবে ।
এখনও যাদের কাছে পরিস্কার না তারা ইউটিউবে দেখুন।
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/u9tk2TrWAbM" frameborder="0" allowfullscreen></iframe>
আশা করি টুলটি সকলের উপকারে আসবে । পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে eLogBD ব্লগে ।
ভালো থাকুন, সুস্হ্য থাকুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।