এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
রাজনীতিতে তিনি ঝানু হতে পারেন, কিন্তু ক্রিকেটে ? একেবারেই নবিশ।
হ্যাঁ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ওবামার কথাই বলছি । তার হাতেই দেখা যাচ্ছে ক্রিকেট ব্যাট । তার ব্যাটিং গুরু আর কেউ নন, স্বয়ং ব্রায়ান লারা ।
পাশাপাশি গুরু-শিষ্য । এই দুর্লভ দৃশ্য দেখা গেল ত্রিনিদাদে ।
আমেরিকানদের পঞ্চম সম্মেলনে যোগ দিতে বারাক ওবামা গিয়েছিলেন ব্রায়ান লারার দেশে । আর সেখানেই হয়ে গেল ক্রিকেটে তার হাতে খড়ি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।