একটা ছিপ কিনে বসে আছি পুকুর খুঁজতে খুঁজতে
১.
ডানা খুলতে না পেরে যখন মুখ খুললাম
তখন বলতে বলতে পেরুলাম অনেক আকাশ
যেখানে মেঘ দেখে দেখে ডিম পাড়ে নীল পাতিহাস
আর উড়োজাহাজের ল্যাজে লাদ মেখে রাখে
ডানা খুলতে না পেরেই মুখ খুললাম
মুখেরতো আর ডানার দরকার নেই- এমনিই ওড়ে
তখন উড়ে এসে জুড়ে বসে ফুল ফুল ফ্রকে- মিতালির
গাঢ় লেন্সের চোখ থেকে খোঁজে স্কুলফেরত ঝাপসা সময়
ডানাতেও থাকতে পারে মুখ
ডানারাও কথা বলতে পারে
এমন অনেক ছিল ডানা যার মুখের অভাব ছিল না- আমি জানি।
২.
কাঠের পুতুলের চেয়ে ভালো বরং মোজা পড়া প্লাস্টিকের সঙ
টেকনোক্রেট ভাব-বিনিময়ে ফিরতি ট্রেনের হুইসিল
কলোনী মাঠের ছেলে ব্যাটে-বলে আজো স্করপিয়ন
শুনে শুনে সন্ধ্যাবেলা অংক কষতে যায়- তার মা এখন
ব্যাঙের ছাতা রান্না করে খায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।