সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই সাধারণ জন সাধারণের সাথে বৈপ্লবিক আন্দোলনে যোগ দিতে আপনি কি শাহাবগের উদ্দেশ্যে রনা দিচ্ছেন? তবে নিচের বিষয় গূলো মাথায় রেখে যান
১। শাহাবাগে যাবেন আর স্লোগান দিবেন নাম তা ত আর হবে না, আর ২০-২৫ মিনিট স্লোগান দেবার পর আপনার পানির পিপাসা পাবে। তাই সাথে পানি নিতে ভুলবেন না। নিজের জন্য যেমন লাগবে পাশের ভাইটির জন্যও কাজে লাগবে।
২।
আপনার মা , বোন অথবা বান্ধবি যেতে চাইছে? নিয়ে যাবেন কিনা বুজতে পারছেন না??
ভাইরে শাহাবাগের ৯৮% মানুষ নিজের গাটঁ এর পয়শা খরচ করে আন্দোলনে যোগ দিয়েছে দেশ কে রাজাকার মুক্ত করার জন্য। বিরানি বা সিংগারা লোভে যাওয়া পাব্লিক না এরা। আপনার পরিবারের মহিলা সদস্যের সাথে খারাপ ব্যবহার করার মানসিকতা এদের নাই রে ভাই। ছাগুদের ল্যাদানি তে কান দিবেন না।
৩।
শাহাবাগের আপনি যে দিক থেকে যাবেন তার উলটা পাশে যাওয়া এখন আর সম্ভব না। আমি চারুকলা দিয়ে প্রবেশ করে ছিলাম, আমার পক্ষে রারডেম এর দিকে যাওয়া সম্ভব হয়নি। ব্যপারটা মাথায় রাখবেন।
৪। প্রবেশের আগে চা ,সিগারেট অথবা হাল্কা নাস্তা সেরে নিবেন।
দয়া করে ধুমপান করবেন না। অনেক মহিলা অধুমপায়ী আছে।
৫। প্রবেশের পর দয়া করে চলাচলের চেষ্টা করবেন না, যেখানে যায়গা পান বসে পড়ূন এবং সবার সাথে মিলে যান।
তাহলে সব ঠিক আছে?? চলে আসুন।
দেখা হবে রাজপথে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।