কি শুরু হল এই দেশে?? দেশে কি ডিজিটাল অভিশাপ লাগলো নাকি?? হাইরে আমাদের ডিজিটাল বাংলাদেশ আজ কত দিন হল YOUTUBE খলার নাম নাই, তাও আমরা কিছু বলি নাই, কিন্তু এখন দেখি Facebook ও বন্ধ?? আজ অনলাইন এর জন্যই শাহাবাগে এত মানুষ এর ঢল। সবাই তো আর ব্লগিং করে না। Facebook এর মাধ্যমে কি শাহাবাগে মানুষ যায় নাই?? তাহলে সরকার কেন ফেসবুক বন্ধ করলো??? জনগণ আর কত রকমের ডিজিটাল বাংলাদেশ দেখবে?? এই যদি হয় ডিজিটাল আর অবস্তা তাহলে দরকার নাই এই ডিজিটাল এর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।