যায় দিন ভালো, আসে দিন ...
ব্লগ লিখার তেমন অভ্যাস এখনও করতে পারিনি। শুধু পড়ে যাই, আর মাঝে মাঝে কমেন্ট করি দু'একটা। আর কোন বিষয়ে জানতে চাইলে সামুতে এসে সার্চ দেই। তবে যে বিষয়ে এখানে সহব্লগারদের সাহায্য চাচ্ছি তা নিয়ে আগে তেমন কোন আলোচনা হয়নি দেখে আজ লিখছি।
আমার জন্ম নিবন্ধন সনদ এখনও তুলিনি।
এদিকে উচ্চশিক্ষার্থে বিদেশ যাব খুব শীঘ্রই। শুনছি ভিসার জন্য আবেদনের সময় বা পরবর্তীতে জন্ম সনদের দরকার হতে পারে। তাই এখন এই সনদ নেয়ার কথা ভাবছি। কেই এই বিষয়ে সাহায্য করতে পারলে খুশি হব। আমি যে বিষয়গুলো জানতে চাচ্ছি:
১. আমার জন্ম চট্টগ্রামে।
আমার পাসপোর্টেও সেটা উল্রেখ করা আছে। কিন্তু এখন আমি আছি ঢাকায়। এখন ঢাকা সিটি কর্পোরেশন থেকে কি আমি জন্ম নিবন্ধন সনদ নিতে পারব?
২. আগের একটি ব্লগ থেকে জানতে পারলাম জন্ম নিবন্ধন সনদ দেয়া হয় ডিসিসির আঞ্চলিক কার্যালয় থেকে। কিন্তু আমার এক বন্ধু বলল ওয়ার্ড কমিশনারের অফিস থেকে এই সনদ দেয়া হয়। কেউ কি এই ব্যাপারে এখনকার নিয়মটা জানাতে পারবেন?
৩. জন্ম নিবন্ধন সনদ নেয়ার জন্য কি কি কাগজ বা কত টাকা ফি জমা দিতে হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।