একটা মেয়ের একটু কথা। আমার আজাইরা ফটোগ্রাফির জগতে আবারো স্বগতম আপনাদের।
কয়েকদিন তোলা ফটো দিয়ে সাজালাম “শেষ বিকেলের আলো” নামের ফটোব্লগ।
প্রথমে ফুল দিয়ে শুরু করি।
১/ সাদা জবা।
আমার বাগানের না অবশ্যি একজন বৃক্ষমানবের বাগানের সাদা জবা।
এবার শেষ বিকেলে আলো।
২/ এটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড বাইপাসের পাশের মাঠে তোলা
এগুলো সব চলন্ত সিএনজি থেকে তোলা ফটো।
৩/ গাছের ফাঁক দিয়ে শেষ বিকেলের আলো দেখা যাচ্ছে।
৪/ এই ফটোর থিমটা আমার অনেক পছন্দের।
৫/ এখানে গাছটার পিছনে সূর্য আবার তার আলো পড়ছে পুকুরে।
৬/ এখানে দুর থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত কেন্দ্র দেখা যাচ্ছে।
৭/ এটা আরেকটু কাছ থেকে। কিন্তু ভিন্ন লোকেশন। টাওয়ারের মাথায় সূর্য
টাকে দেখতে কেমন জানি লাগে।
৯/ গোধুলি লগ্নে যখন সূর্য বিষন্নতার চাদরে ডুবে যায়!
১০/ এটা ও আমার পছন্দের একটি থিম।
১১/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।