আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফির তিরতীয় পাঠ

আমার লেখায় আমি

আগের পোস্ট গুলান পরতারেন এইহানে: ফটোগ্রাফির প্রথম পাঠ ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ শাটার স্পিড (Shutter Speed) আপনের বাসায় জানলা আসে না ? ওই জানালায় পরদা আসে না? অ্যাপারচার যদি হয় এই জানালার সাইজ তাইলে শাটার হইলো সেই জানালার পরদা । লেন্সের ভিতর দিয়া আইসা, অ্যাপারচাররে পাস করার পর, যেই আলু মিয়া (Light) ক্যামরার ভিতরে আসলো, তিনি কতক্ষণ ক্যামরার ভিতরে থাকবেন সেইটা ঠিক কইরা দেয় শাটার স্পিড ওরফে পর্দার গতি ভাইজান। এইডাতো আবুলেও বুঝে যে, পরদা যদি অল্প সময় খুইলা রাখি তাইলে ঘরে আলো কম সময় ধইরা ঢুকবো, আর পরদা যদি সারা জীবনের লাইগ্গা খুইল্লা রাখি তাইলে দিনের বেলায় আলো ঢু্কতেই থাকবো, মানে বেশি সময় ধইরা ঢুকবো। (আর রাইতে ঢুকবো মশা ) শাটার স্পিডের একক হইলো সেকেন্ড। শাটার স্পিড যদি কই 1/4 sec তার মাইনে হইলো, আলোটা ১ সেকেন্ডের ৪ ভাগের এক ভাগ সময় মাত্র ক্যামেরার সেনসর অথবা ফ্লিমের উপর পড়বো।

যদি শাটার স্পিড হয় 8 sec তাইলে সেনসর অথবা ফ্লিমের সামনের পরদাটা ৮ সেকেন্ড ধইরা খুলা থাকবো। অনেক সময় একটা কথা শুইনা থাকবেন কাউরে কাউরে কইতে যে "ফটুকটা স্লো শাটার স্পিডে তোলা হইসে"। স্লো শাটার স্পিড মানে হইলো এট্টু আইলশা টাইপের শাটার স্পিড যেইটা বন্ধ হইতেই চায়না। একটা ক্যামারায় শাটার স্পিডগুলা সাধারনত এইরকম থাকে : 1/8000 s 1/4000 s 1/2000 s 1/1000 s 1/500 s 1/250 s 1/125 s 1/60 s 1/30 s 1/15 s 1/8 s 1/4 s 1/2 s 1 s 2 s 4 s 8 s B - এইডা মানে বাল্ব। এইডা সিলেক্ট কইরা যতক্ষন বাটন টিপ্পা রাখবন ততক্ষন শাটার বন্ধ হইবো না।

এট্টু খিয়াল কইরা দেহেন, উপরে বা নিচে যাইতে শাটার স্পিড হয় ডাবল হইতাসে, না হয় অর্ধেক হইতাসে। যেমন ১/২ সেকেন্ড থেইকা বারলে হয় ১ আর কমলে হয় ১/৪. এই অর্ধেক আর ডাবল হউনের সম্পর্কটা অ্যাপারচারেও আসে। দেইখেন খেয়াল কইরা। সামনে যখন আই.এস.ও নিয়া কথা কমু তখন দেখবেন ওইহানেও একই তামশা। শাটার স্পিড কমায় বাড়ায় ফটুতে অনেক রকম মজা করন যায়।

ধরেন একটা ব্যস্ত রাস্তায় আপনে যদি স্লো শাটার স্পিড দিয়া ফটুক তুলেন তাইলে দেখবেন গাড়ি গুলার হেড লাইট আর টেল লাইট একটা লম্বা শাদা আর লম্বা লাল রেখার মতো তৈরি করসে। অনেকটা এইরম: আবার শাটার স্পিড বাড়ায় দিয়া (ধরেন 1/200 sec) যদি কনো ঝরনার ফটুক তুলেন তাইলে পানি গুলা বরফের লাহান ফিরিজ হয়া গেসে। যেমুন: তাইলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? অ্যাপারচার দিয়া আলোর পরিমান কন্ট্রোল করন যাইতাসে আর শাটার স্পিড দিয়া কন্ট্রোল করন যাইতাসে এই আলোটা কত সময় ধইরা সেনসর/ফ্লিমের উপর পরবো। আমার নেকষট কেলাসে (খিক খিক) আই.এস.ও নিয়া লিখুম নে। ওহন আমার একখান ফটুক দেহেন।

কাইলকা বিকালে তুলসি। ফটুকের নাম : Hide and Seek.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.