"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
বেশ কিছুদিন ধরেই ব্লগার চিকনমিয়া ব্লগে অনুপস্থিত বা অনিয়মিত বলা চলে। একজন ওয়েল উইশার হিসেবে তার খোজ রাখাটা দায়িত্ব মনে করি। তাই পরিচিত মহলের সবার কাছে খোজ খবর নিতে থাকি কোথায় চিকনমিয়া? সে কি পলাতক? না কি সে হারিয়ে গেছে? কেন তাকে ফোন করলে নারী কণ্ঠ শুনলাম একটু আগে।
এরপর চিকনমিয়াকে গলা চেপে ধরার পর সব সত্য স্বীকার করলো। তার গত সপ্তাহে রিসিপশান হয়ে গেছে।
একদিকে খবর টা শুনে বেশ আনন্দিত হলাম আরেকদিকে মনটা উদাস হল। ব্লগের এত লোক চিকনমিয়াকে আমরা পছন্দ করি তাদের কাউকেই কি একবার বলতে পারতো না বিয়ে করেছে। জানি যে চিকনমিয়া অনেক কৃপণ আর তাই তার স্বাস্থ্যের এ অবস্থা কিন্তু এতটা ছোটলোক হতে পারে! কিভাবে!
না হয় উনি সুপারস্টার আমরা সাধারণ ব্লগার তাই বলে আমাদের কে এই খুশির খবর টা দিলে কি উনি উনার জনপ্রিয়তা কমে যেত শাবনুরের মত!
বি.দ্র.: ভাইয়ের বিয়ের রিসিপশান বলে চিকনমিয়া কথা ঘুরাইতেছে শোনা গেছে কয়েকজনের মুখে কত্তো বড় মিথ্যাবাদী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।