আমাদের কথা খুঁজে নিন

   

চিকনমিয়া

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

চিকনমিয়া (ব্লগার চিকনমিয়াকে উৎসর্গ) চিকনমিয়ার চিকন গড়ন বেশভূষায় সে ঢিলেঢালা সবাই যখন ডাকে চিকন বলে আমার কানে তালা। চিকনমিয়ার বুদ্ধি চিকন খরচ করে যখন তখন কেউ যদি চায় বুদ্ধি ধার করে তার গুষ্টি উদ্ধার। চিকনমিয়ার চিকন কদম না হেঁটেই সে ফেলে দম খায় পেলে সে আলুর দম তারে দেখলে ডরায় যম। চিকনমিয়ার চিকন হাঁটু ঠকঠকিয়ে কাঁপে শীতে কথায় কথায় লাগায় গিট্টু জুড়ি নেই তার বাগড়া দিতে। চিকনমিয়ার চিকন স্বভাব ঘরে নেই তার ভাতের অভাব খেলে নাকি সে মোটা হবে রাতভর তাই উপোস রবে। চিকনমিয়ার চিকন হাড় সইতে নারে দেহের ভার কোনরকমে আছে টিকে উদাসীন সে নিজের দিকে। চিকনমিয়ার চিকন জবাব পেছনে লাগা তার স্বভাব পোষায় যদি থাক তবে সহ্য করলে সবই হবে। চিকনমিয়ার চিকন হাসি কেউ বলেনা ভালবাসি চিকনমিয়ার দুঃখ চিকন কপালে নাই প্রেম লিখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।