আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ড সমাজের পুরুষরা পর্ব- ১



এই ধরনের আলোচনা এই ব্লগে পূর্বে হয়েছে কিনা তা আমার জানা নাই। তাই আগেই মা চেয়ে নিচ্ছি। আমি একজন অতি ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী। আমি ব্যবসা রতে গিয়ে সবচেয়ে বড় যে শিক্ষাটি পেয়েছি তা হলো, বাস্তব জীবন মানুষকে অমানুষ করতে ও অনেক কিছু সহ্য করতে একরকম বাধ্য করে। তারপরেও আমি অনেক কিছু থেকেই নিজেকে দুরে রেখেছি।

হয়ত আমি সে রকমের অর্থনৈতিক চাপের মধ্যে পরিনাই বলে। তারপরেও আমি আমার দোকানে মোবাইলের মাল্টিমিডিয়ার কাজ করলেও আমি দোকান দেওয়ার প্রথম এক মাস কাষ্টমারকে ব্লু ফিম দিলেও তা বন্ধ করেদিই ৩টি কারনে। প্রথমত : এইসব লোকের রুচি অত্যান্ত নিন্মমানের হয়, দ্বিতীয়ত : আমি ব্যক্তিগত ভাবে এটি অনেকটাই মেনে নিতে পারিনা (আমি যে একেবারে ফেরেস্তা তা বলছিনা), তৃতীয়ত : আমি আমার বাস্তব জীবনে আমাদের বন্ধুদের দেখেছি আমার অনেক ভাল ভাল বন্ধু এই সবে আকৃষ্ট হয়ে তাদের জীবনটা একেবারেই নষ্ট করে দিয়েছে। যাহোক, আসলেই যে কারনে আমার এই লিখাটি তা হলো, আমাদের সমাজে হঠাৎ করেই এতোটাই মোবাইলের কল্যাণে বা গোপন ক্যামেরার কল্যাণে অনেকেরই ব্যক্তিগত জিনিসগুলি প্রকাশ পাচ্ছে যা তাদের সাথে সাথে তাদের পরিবারের জন্য অত্যান্তই অপমানকর। আসলে আমার বর্তমান ছেলেদের উপরতো বটেই তারচেয়ে বেশি মেয়েদের উপর প্রচন্ড রাগ হয়।

তারা এতকিছু দেখা ও শুনার পরও কেন সতর্ক হচ্ছেনা তা কিছুতেই আমার বোধগম্য হচ্ছেনা। আমরা তিন ভাই কোন বোন নাই। তাই মেয়েদের বোনের দৃষ্টিতে দেখে বলছি, “মেয়েরা প্লিজ আপনারা আপনাদের দয়াকরে এই ভন্ডপুরুষ সমাজের ভন্ডপুরুষদের হাত থেকে রক্ষা করুন। প্লিজ” দয়াকরে এখানে কেবলমাত্র গঠনমূলক মন্তব্য করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।