আলম সিদ্দিকী
পিরিচের 'পরে গোলটেবিল
তার উপর অসুখান্ন সময়
পাঁজরের কাঠি ভেঙ্গে যারা বন্দী
ফিরিঙ্গি সময় হাতে পিরিচের উপর তাদের জন্য
গোল টেবিল, টেবিলে টেবিলক্লথ তার উপর গোলকধাঁধা।
টেবিলক্লথে মুখ দেখে অনেকে দাবী করে
সেটা খুব দামী হবে, অন্তত পাঁচ দশ বছরে
জমানো আয়ুর বিনিময়ে সেটা কেনা
হয়ে থাকবে... এইসব বিতর্ক টেবিল চুঁইয়ে
পড়ে ঘোরে পিরিচের মাঝে।
শৈশবে মার্বেলে গুরু এরকম লোক এসে
সমস্ত বিতর্ক ঠেলে নির্ভুল নিশানায়
ভেঙ্গে দেয় জোয়ারের অনুসঙ্গ:
অতঃপর টেবিল সাজানো মুক্তবাজার।
রচনাকাল : ১৮/০৮/২০০৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।