সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
অনেক বাংলাভাষী ব্লগার ব্লগিংয়ে দুই বছর পূর্ণ করলেন। অনেকে সামহয়ারের আগে থেকেও ব্লগিং করেন। তাদের কারো কারো তিন/চার এমনকি পাঁচ বছর পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কার্যকর একটি ব্লগ কমিউনিটি গড়ে উঠেছে।
গড়ে উঠেছে একটি ব্লগিং কালচার। ভার্চুয়াল ছদ্মবেশ থেকে বাইরে বেরিয়ে ব্লগারদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, পারস্পারিক যোগাযোগ বাড়ছে। সামাজিক নানা উদ্যোগ সফল হয়েছে। চলছে নানা উদ্যোগ। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বাংলা ভাষায় মতপ্রকাশে অভ্যস্ত ব্যক্তিরা এখন স্বতস্ফূর্তভাবে মত প্রকাশ করতে পারছেন।
আমাদের সমাজের নানা মত, প্রবণতা, সহযোগিতা, সহমর্মিতা, অসহিষ্ণুতার উদাহরণ আমরা ব্লগে দেখতে পাচ্ছি। ব্লগের বিকাশের একটি পর্যায়ে তরুণ সাহিত্যিকরা এতে যোগ দিয়েছেন। এমন অনেক লেখক সাহিত্যিক কলামিস্ট বিশ্লেষক আইটি-স্পেশালিস্ট উদ্যোক্তা সমালোচক গল্পকার কবি অনুবাদ ব্লগে লিখেছেন ব্লগ ছাড়া তাদের দেখা পাওয়া কঠিন হতো। বাংলা ভাষার ব্লগগুলোতে প্রচুর ভাল লেখা পোস্ট হয়েছে। তারপরও অনেকের মধ্যে একটা অস্বস্থি লক্ষ্য করি।
তারা আরও গঠনমূলক আরও অর্থপূর্ণ এবং আরও প্রভাবশালী ব্লগিং ট্রেন্ড গড়ে তুলতে আগ্রহী। এটা খুব স্পষ্ট যে, ব্লগের মতো কমিউনিটিতে ভাল কাজ, ভাল লেখা ও ভাল যোগাযোগ তৈরি করতে হলে বাইরের কোনো শক্তি বা সাহায্য আমাদের কোনো কাজে লাগবে না। নিজেদের মধ্য থেকেই উদ্যোগ নিতে হবে। ব্লগিংকে আরও অর্গানাইজড হতে হবে। কিন্তু কী সেই উদ্যোগ? কী সেই উপায়?
বিগত দিনের বাংলা ব্লগের মূল্যায়ন করে আমরা কেন আমাদের অর্জন, ব্যর্থতা আর প্রত্যাশা নিয়ে খোলাখুলি কথা বলি না?
আসেন শুরু করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।