আমাদের কথা খুঁজে নিন

   

যক্ষ্মা নিয়ন্ত্রণে ঝিনাইদহ প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সাংবাদিক, শিক্ষক

ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার সকালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে সকল পর্যায়ের জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, ঝিনাইদহ প্রেসক্লাব ও ব্র্যাক যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রমা রাণী রায়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন কনসালটেন্ট ডা. শেখ আব্দুল ফাত্তাহ, বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এমএ আনসারী, ব্র্যাকের বিভাগীয় সমন্বয়কারী আব্দুর রকিব ভুঁইয়া ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় কনসালটেন্ট ডা. আনোয়ারুল আজাদ, সাধারণ সস্পাদক এম রায়হান, সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ ও আজাদ রহমান। বৈঠকে জেলার ৩৫ জন সাংবাদিকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।