আমাদের কথা খুঁজে নিন

   

তোমারে অন্ধ-ভাবে না করি পিরিতি যদি

কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়

এক. বস্তু ভেদে গিয়ে সেদিন কবিতা বিহ্বল হয়ে গেছে চুড়ান্ত হয়ে গেছে মৌনতা- সে জবর অর্ধম শিখেছে চিন্তার পথে তাকে ‍আমার আর কিসসু বলবার থাকল না ভাবনায় পড়েছে য্খন, বুতাম খুলে সে আর কোন্ অমোঘ বাক্য আছে যে দাঁড়াবে-জিরোবে? দুই. বলিব চৈতন্য তাকে, যদি তুমি থাক পিরিতির বাক্য আমি চেতনায় গিলি নাকো সাথীরে আমার তোমায় মর্মান্তরে নেব তোমাতে সহায় ‍আমার, এবাদতে যদি থাক। তিন. তোমারে অন্ধ-ভাবে না করি পিরিতি যদি তাইলে ধর্ম নাই, কতদূর দৃশ্য পারে জৈবিক চোখ। আমার শোকর নিও, আমি যা দৃশ্য দেখিওবা- তারই জন্য যাহা বুদ্ধির মুখ। চার. প্রণয় মাপিওবা যদি ইনসাফে, বুঝি সেমত পিরিতি সহজ নয়; বন্ধু মাশেক, কোথায় রাখি সে ওজর? তোমার প্রশংসা করি- ততোধিক ন্যায্য ভাবি হাজার শোকর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।