আমাদের কথা খুঁজে নিন

   

এ্যানালগ কাদা.......ডিজিটাল কাদা



ঢাকায় এখন মাঝে মাঝেই বেশ বৃষ্টি হচ্ছে। শিলা বৃষ্টিও হয়ে গেল একদিন। হালকা হালকা ঝড়ে'রও হুমকি ছিল। কিন্তু তাতে গরম যে কমেছে তা বলা যাবে না। আমারতো মনে হয় গরম বরং বেড়েছে।

এত বৃষ্টি'র পড়েও ঢাকায় এখনও আমি ধুলা উড়তে দেখি। বেশ ভাল রকমের ধুলা। এই ধুলাগুলো কেন কাদায় রুপান্তরিত হচ্ছে না সেটাই এখন প্রশ্ন। ঢাকা'র বাইরে কি অবস্থা আমি জানিনা। সেখানে হয়ত অনেক কাদা জমে থাকবে।

আমার বাসা সংসদ ভবনের খুব কাছে। সংসদ ভবনে'র বাইরে কোথাও কাদা জমেনি এটা আমি আপনাদের লিখিত দিতে পারি। কেননা যত কাদা গিয়ে জমেছে সংসদ ভবনের ভিতরে। আমি কখনই সংসদ ভবনের ভিতরে যাইনি এবং যেতেও চাইনা। এত কাদা দেখার সখ আমার নাই।

আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাই ওখানে শুধু কাদা আর কাদা। আমি এও দেখতে পাই যে সাংসদেরা কাদা মাখা নোংরা গায়ে বাসে আছে, নোংরা হাতে মাইক ধরছে আর নোংরা মুখে নোংরা নোংরা কথা বলছে। (নোংরা মুখে নোংরা নোংরা কথা বলাটাই অবশ্য স্বাভাবিক)। আমি জানিনা সংসদ ভবনের ভিতরে সারা বছরই এত কাদা জমে থাকে কি করে! তাও আবার নরম কাদা যেন ছুড়তে সুবিধা হয়। বেশ দুষ্চিন্তার বিষয়, তাই না? দেশে আনেক পরিবর্তন হয়েছে।

ক্ষমতায় রদবদল হয়েছে বহুবার। মোবাইল এসেছে, স্যাটেলাইট এসেছে, যোগাযোগ ব্যাবস্থায় উন্নতিও হয়েছে অনেক জায়গায়। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে অনেকগুন, মানুষের আয়ের সাথে দিগুন হারে পাল্লা দিয়ে দ্রব্য মুল্য বেড়েছে, অন্যায়-অপরাধ বেড়েছে, বেড়েছে দুর্নীতিও। এত সব পরিবর্তন হওয়া সত্বেও কিন্তু সংসদ ভবনের ভিতরে যে কাদা তার কোন পরিবর্তন হয়নি। আগেও যেমন নরম ছিল এখনও নরম আছে আগেরই মত এবং ছুড়ে ছুড়ে মারা হচ্ছে সেই একই এ্যানলগ সিষ্টেমে।

অতএব আমরা ধরেই নিতে পারি যে এই কাদা পার্মানেন্ট এবং এই ফর্মেটেই থাকবে। এর কোন পরিবর্তন নেই। যদি তাই হয় তাহলে আমরা আমাদের সংসদিয় নেতা-নেত্রীদের কাছে কি অন্তত এই দাবী'টা করতে পারি যে বাংলাদেশ যেহেতু অচিরেই ডিজিটাল বাংলাদেশ হতে যাচ্ছে সেহেতু কাদা ছুড়া-ছুড়িটাও যেন তারা ডিজিটাল কায়দাতেই করেন? আপনাদের কি মত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।