আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে মাশরাফি

কোনো বিরুদ্ধ মত বা বক্তব্যের প্রতিক্রিয়ায় মেধা ও যুক্তিতে দূর্বল ব্যক্তিরাই প্রত্যক্ষ কিংব পরোক্ষভাবে দৈহিক শক্তি ব্যবহার করে।
শীর্ষে মাশরাফি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। মাশরাফি কেকেআর-এর ওয়েবসাইটের নাইট অব দ্য আওয়ার বিভাগে এখন ১ নম্বর স্থানটি মাশরাফি বিন মর্তুজার। মিনিটে ৬০টি করে ভোট পড়ছে তার পক্ষে। গত মঙ্গলবার অবশ্য মিনিটে ১০০টি করে ভোট পড়েছে।

প্রথমবার আইপিএলে যোগ দিয়েই মাশরাফির এই ক্রেজ নিঃসন্দেহেই ভিন্ন মাত্রার সৃষ্টি করেছে। প্রথমদিকে মাশরাফির অবস্থান ছিল অষ্টম। ১৫ দিনের মাথায় উঠে আসেন ৪ নম্বরে। এর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মাশরাফি ২৭ হাজার ৯০৯ ভোট পেয়ে উঠে আসেন ১ নম্বর স্থানে। গত মঙ্গলবার পর্যন্ত তালিকায় প্রথম স্থানে থাকা ব্রেন্ডন ম্যাককুলাম ২১ হাজার ভোট পেয়ে চতুর্থ স্থানে নেমে যান।

কলকাতার দাদা রাইডার্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ২৬ হাজার ভোট পেয়ে মাশরাফির পেছনে দ্বিতীয় স্থানে লড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মাশরাফির পরিবারের সদস্যরা, জাতীয় দলের সতীর্থরা এবং ভক্ত-সমর্থকরা মাশরাফিকে নিয়মিত ভোট দিচ্ছেন। এমনকি মাশরাফির স্ত্রী সুমিও তাকে ভোট দিচ্ছেন অক্লান্তভাবে। IPL News
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।