আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে অমিতাভ

বলিউডের শতবর্ষ উপলক্ষে আয়োজিত যুক্তরাষ্ট্রভিত্তিক এক জরিপে সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘১০০ গ্রেটেস্ট বলিউড স্টার’ শিরোনামের ওই তালিকায়, সমালোচক, ভক্ত এবং সহকর্মীদের ভোটে শীর্ষস্থানটি দখল করেছেন অমিতাভ। সোশাল মিডিয়া, বক্স অফিস, সমালোচকদের মতামত এবং চলচ্চিত্রে অবদানের উপর ভিত্তি করে ওই তালিকাটি সম্প্রতি সাজানো হয়েছে। বচ্চনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দিলীপ কুমার এবং তৃতীয় স্থানে শাহরুখ খান।


জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথমে রয়েছেন মাধুরী দিক্ষিত। মূল তালিকায় তিনি রয়েছেন ৪র্থ স্থানে। এ বিষয়ে মাধুরী বলেন, “আমি খুবই গর্বিত যে এমন একটি তালিকায় স্থান পেয়েছি আমি। ”
৫ম থেকে ১০ স্থানে রয়েছেন রাজ কাপুর, নার্গিস, দেবানন্দ, ওয়াহিদা রহমান, রাজেশ খান্না এবং শ্রীদেবী। সালমান খান রয়েছেন ১১তম স্থানে।

১৪তম স্থান দখল করেছেন আমির খান। অভিনেত্রী কাজল রয়েছেন ৩০তম স্থানে। হৃত্বিক রোশান এবং রানি মুখার্জি যথাক্রমে ৩২ এবং ৩৮তম স্থান দখল করেছেন। অন্যদিকে প্রিয়াংকা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ কিছুটা পিছিয়ে পড়লেও তালিকায় ৮৬ এবং ৯৩ তম স্থানটি দখল করেছেন।
৪০ বছরের দীর্ঘ কর্মজীবনে অমিতাভ উপহার দিয়েছেন ‘শোলে’ এবং ‘দিওয়ার’-এর মতো সাড়া জাগানো বেশ কিছু সিনেমা।

সিনে পর্দার পাশাপাশি টিভি পর্দাতেও সমান জনপ্রিয় তিনি। রিয়ালিটি শো ‘কন বনেগা ক্রোড়পতি’-এর উপস্থাপক ছিলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।