আজ ও আগামীকাল ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড। তবে আগামীকাল খেলা হবে কিনা এখনো কোনো কিছু জানায়নি বিসিবি। রবিবার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল। এ জন্য আবারও বন্ধ থাকতে পারে খেলা। এর আগে রাজনৈতিক অস্থিরতার জন্য খেলা বন্ধ ছিল দুই-দুইবার।
এমন পরিস্থিতিতেই শেষ রাউন্ড খেলে ফেলেছে মোহামেডান। শেষ ম্যাচে ৪০ রানে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মতিঝিলপাড়ার দলটি। ১০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৪। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে সপ্তম জয় উপহার দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার এজাজ আহমেদ ও রহমত শাহ।
গত কয়েক বছর ধরে শিরোপার স্বাদ পায়নি মতিঝিলপাড়ার দলটি।
এবার লটারি পদ্ধতির দলবদলে বেশ শক্তিশালী দল গড়েছে। শুরুতে ফল ভালো খেলতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে জয়ের রাস্তায় উঠে এসেছে দলটি। গতকাল মিরপুরে প্রথমে ব্যাট করে ৩০৫ রান করে মোহামেডান। অবশ্য শুরুটা একেবারেই ভালো ছিল না। মাত্র ৪ রানে হারায় রাজিন সালেহ ও শামসুর রহমান শুভকে।
শামসুর দিন কয় আগে ৯৬ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ওই ইনিংসে ভর করেই দেশের মাটিতে প্রথমবারের মতো ৩০০ বা তার ওপরে রান তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা। ৪ রানে ২ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে থাকা দলকে টেনে তুলেন এজাজ ও হাবিবুর রহমান। তৃতীয় উইকেট জুটিতে ২৯.১ ওভারে ১৬৫ রান যোগ করেন দুজনে। হাবিবুর দলীয় ১৬৯ রানে সাজঘরে ফিরেন ৬৪ রানের প্রত্যয়ী ইনিংস খেলে।
সেঞ্চুরিম্যান এজাজ প্যাভিলিয়নে ফিরেন দলীয় ২০৬ রানে। এর আগে মৌসুমে তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরি। ১০৯ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন ১২০ বলে ৫ চার ৬ ছক্কায়। শেষ দিকে আফগানিস্তানের অলরাউন্ডার রহমত শাহ ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রান এবং মুক্তার আলী ১৭ বলে ৫ চারে ২৬ রান করলে ৫০ ওভারে মোহামেডান ৩০৫ রান যোগ করে স্কোরবোর্ডে। কলাবাগান ক্রীড়া চক্রের সফল বোলার জেহান মোবারক ৬১ রানে নেন ৩ উইকেট।
ওভারপ্রতি ৬ রানের ওপরের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার মিথুন আলী ও উসমান আফজল ৫৪ রানের ভিত দেন। কিন্তু এই ভিতকে অপরাপর ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারেননি। পারেনি বলেই কলাবাগানের ইনিংস থেমে যায় ২৬৭ রানে। অবশ্য কলাবাগানকে থামিয়ে দেন স্পিনার রহমত। ৮.৩ ওভার স্পেলে তিনি ৫ উইকেট নেন ৫০ রানের খরচে।
এর মধ্যেই কলাবাগানের পক্ষে নাঈম ইসলাম সর্বোচ্চ ৮২ রান করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে তিনি ১৬৩ রান করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
ভেন্যু : মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
ফল : মোহামেডান ৪০ রানে জয়ী
মোহামেডান : ৩০৫/১০, ৪৯.৫ ওভার (এজাজ আহমেদ ১০৯, হাবিবুর রহমান ৬৪, ধীমান ঘোষ ৩০, আজগর স্ট্যানিকজাই ৪২, মুক্তার আলী ২৬। শাহাদাত হোসেন রাজিব ২/৩০, রকিবুল হাসান ২/৪৫, জেহান মোবারক ৩/৬১)।
কলাবাগান ক্রীড়া চক্র : ২৬৫/১০, ৪৯.৩ ওভার (মিথুন আলী ৪১, উসমান আফজাল ১৭, বিলাল শাফায়েত ৪৩, নাঈম ইসলাম ৮২, জেহান মোবারক ১৪, ফরহাদ হোসেন ২৫।
দেলোয়ার হোসেন ২/৩৬, রহমত শাহ ৫/৫০)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।