কখনো তাকাইনি তোমার চোখের দিকে।
কখনো দেখতে চাইনি তোমার রূপের সাতকাহন।
কখনো চাইনি হিসেব করতে আছে কত
তোমার জড়োয়া গহনা আর
রক্তকমল হীরকখচিত মখমলের পোষাক।
শুধু তোমার কাছাকাছি বসে রব
জানালার প্রান্তে গোধূলী লগ্নে
কিংবা বালুকাচরে ডুবন্ত সূর্যের
মাখামাখি সাগরের ভেজা অবগাহনে
কিংবা দিগন্তের কালো মেঘরাজির
দামাল ঝটিকা হাওয়ায় উড়তে উড়তে
তোমার সাথে দেখবো বলে প্রকৃতির রাশ
আজো চেয়ে আছি।
..... চেয়ে থাকি সেই সুদিনটির জন্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।