আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা লুঙ্গি ধুয়ে ফেলি ...



বেশি দিন আগের কথা নয়, মনে হয় এই তো সেদিনের কথা। দেশে এক নতুন সার্কাস শুরু করলেন- এই দেশের সুশীল ছাগলরা- যোগ্য প্রার্থী আন্দোলন। অতি অল্পকালের মধ্যে এই আন্দোলন স্বার্থক হলো। দেশে জরুরী অবস্থা এলো। এবং এই জরুরী এবং জরুরী অবস্থায় যাবতীয় বাবস্থা টানা দুই বছর স্থায়ী হল।

বাঙালি জাতি তবুও ধৈয্য ধরে বসে রইলো , একটি স্বপ্নে আশায়- কেনান রাজনীতিতে নাকি গুনগত পরিবর্তন আসছে ...এবং সেই গুনগত পরিবর্তন এলোও। এখন আমরা এই গুণগত পরিবর্তনের মাজেজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছাত্রলীগ নিজের দলের লোকজনকেই পেটাচ্ছে, পিটিয়ে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এবার আর পদত্যাগ নয়- বলে যে মশহুদ সাহেব দুদকের দায়িত্বে এসেছিলেন- তিনি আল্লাহর ইচ্ছায় এবং আল্লার কাঁধে সমস্ত দায় এবং দায়িত্ব চাপিয়ে দিয়ে কেটে পড়লেন। আইন প্রতিমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, তিন ব্যক্তিগতভাবে খুশি, এবং মশহুদ সাহেবের কর্মকান্ডের তদন্ত হবে।

মশহুদ সাহেবের যে কি হয়-দিন বদলের যোদ্ধারা তার কি গতি করে- এটা বোধহয় মশহুদ সাহেবের আল্লাহও বলতে পারবেন না। তবুও আমরা স্বপ্ন দেখি। বাঙালি জাতির এই স্বপ্ন দেখার ব্যারাম কবে সারবে? দিনবদল, রাজনীতির গুনগত পরিবর্তন, যোগ্য প্রার্থী- এগুলো স্বপ্ন বলে না, এগুলো স্বপ্ন দোষ। বাঙালি জাতি চোখের জলে ভেজে, বাঙালি জাতি ঘামে ভেজে, বাঙালি জাতি রক্তে ভেজে এবং বাঙালি জাতি স্বপ্নদোষেও ভেজে। এই ভেজা, স্যাঁতসেতে , ন্যাতানো জাতির কপালে সামনে কি আছে , কে জানে? আমাদের উচিত লুঙ্গি শেষ বারের মতো ধুয়ে ফেলা- এবং স্বপ্ন দোষের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনে না ঘুমিয়ে থাকা।

আসুন, আমাদের লুঙ্গি ধুয়ে ফেলি এবং তাবৎ স্বপ্নদোষ থেকে মুক্ত থাকি ... তাতে যদি কিছু হয় ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.