আমাদের কথা খুঁজে নিন

   

মুজিব নগরে এ কি কান্ড!!!



সকালে প্রথম আলোতে সংবাদটা দেখে মনটা খারাপ হল। খোদ মুজিবনগরে "পাঁচ ভুমিহীন মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ করে খাসজমি দখল"। Click This Link যে আমরা আজ যুদ্ধাপরাধীর বিচারের প্রশ্নে সোচ্চার; মুক্তিযোদ্ধাদের হৃত সম্মান, অধিকার ফিরিয়ে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ; সেই আমরাই যদি আজ এসব হতদরিদ্র মুক্তিযোদ্ধা, যারা আমাদের মত তথাকথিত বুদ্ধিজীবি মুক্তিযোদ্ধা নন; যারা সে সময় লেজ গুটিয়ে অন্য দেশেও পালিয়ে যায়নি; যুদ্ধ করে যারা চেয়েছিল একটা শান্তির দেশ দেখতে, যেখানে যার যার মত গতরে খেটে দুবেলা পেটের জোগাড় করা সম্ভব হবে, এর বেশী কিছুনা; তাদের মাথা গোঁজার ঠাঁইটাও অন্যের (!!!!) হাতে খোয়ানো চেয়ে চেয়ে দেখি; তাহলে এই স্বাধীনতার আমার কাছে কোন দাম নেই। ধিক্কার এসব মুখে স্বাধীনতার বুলি আওড়ানো সুবিধাবাদীদের প্রতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.