আমাদের কথা খুঁজে নিন

   

জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের কিছু ‍'হাকুল্লা' ছবি

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...
গত মঙ্গলবার গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। সকালে উঠে ধানমন্ডির স্টার রেস্টুরেন্টে বন্ধুর সঙ্গে নাশতা, তারপর পুবালী বাসের টিকেট কেটে ধানমণ্ডি ৫ নম্বর রোডের সামনে থেকে যাত্রা শুরু। ক্যাম্পাসে গিয়ে পৌছলাম বেলা ১০টায় বা সোয়া ১০টায়। ছিলাম সাড়ে তিনটা পর্যন্ত। এখানে যে ছবিগুলো দেয়া হলো, সেগুলি কোনো প্ল্যান না করেই তোলা।

টুকটাক যা চোখের সামনে পাওয়াতে মনে হয়েছে ছবি তুলে রাখা যায়, তেমনি কিছু ছবি এগুলো। এ ছবিগুলোর মধ্যে এক-দুইটা কেবল বলা যায় যে, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করে। যেমন গাছতলায় একাকী বসা যুবকের ছবিটা এ ক্যাম্পাসের যে কেউ দেখে বলে দিতে পারবে কোথায় তোলা, কিন্তু বেশিরভাগ ছবিই বাংলাদেশের যে কোনো শহরতলীর হতে পারত। সে কারণেই শিরোনামে হাকুল্লা বললাম। কয়েকজন বন্ধু ছিলাম একসঙ্গে।

তাদের চেহারা এড়িয়ে গেলাম ইচ্ছে করেই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.