এক
কেজি প্রতি ১৮ টাকা দরে চাল বিক্রির জন্যে চালু হয়েছে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি। একজন সর্বোচ্চ ৫ কেজি কিনতে পারবেন। কথা হলো, ৫ কেজি চালে কয়দিন যায়? আমি এই কর্মসূচীর পক্ষে বা বিপক্ষে না, কিন্তু সতর্ক কৌতুহল নিয়ে খবরটা পড়ার পর মনে হচ্ছে ৫ কেজি চালে ১ সপ্তাহ যেতে পারে ছোট খাটো কোনো ফ্যামিলীর। যদি ওই ফ্যামিলীর ৪/৫জন সদস্য আলাদা আলাদা ভাবে চাল কিনে, তাইলে ২০/২৫ কেজি হইতে পারে। তাতেই বা কি?
এমন তো না, যে ওএমএসের চাল খাইলে ক্ষুদা কমে যায়, কিংবা একবার খাইলে আগামী ১ মাস না খাইলেও চলবে?একটা সিজন যাবে, এমন পরিমান চালও যদি দেয়া হয় কোনো ফ্যামিলীকে, তাহলেও একটা উপকার।
তাইলে এই চাল বিক্রি কি শুধুই প্রতীকি কমমূল্যে বিক্রির জন্যে?
দুই
রাস্তায় বা জনসমক্ষে ভিক্ষা করার জন্য একমাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে মঙ্গলবার সংসদে একইরকম দুটি বিল পাস করা হয়েছে।
কোন ব্যক্তি রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহৃত স্থানে ভিক্ষা করলে অথবা জনসাধারণের মনে দয়ার উদ্রেক করে ভিক্ষা সংগ্রহের উদ্দেশ্যে দেহের কোন ঘা, জখম, অসুস্থতা বা বিকলাঙ্গতা প্রদর্শন করলে তিনি এক মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া কর্তৃপক্ষীয় নোটিশ অমান্য করে কেউ ধূমপান করলে বা থুথু ফেললে তিনশ টাকার অর্থদণ্ড হবে।
অননুমোদিত স্থানে গোসল বা কাপড়চোপড় ধোলাই করার জন্য একই দণ্ডের বিধান রয়েছে পাস করা নতুন বিলে।
অন্যদিকে, রাস্তা বা এর পাশে প্রস্রাব ও মলত্যাগ করার জন্য বিধান রাখা হয়েছে ৫০০ টাকার অর্থদণ্ড।
একশো পার্সেন্ট সহমত এই আইনগুলি সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।